সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ
- আপডেট সময় : ৫৮ বার পড়া হয়েছে
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। গতকাল শনিবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা উত্তর জেলা শাখার অধীনস্থ তিতাস উপজেলা ছাত্রদলের দায়িত্বে থাকাকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে আল আমিন হক বাবুর বিরুদ্ধে। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
এই নির্দেশ দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।এদিকে, বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আল আমিন হক বাবু। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এই সব কিছু মিথ্যা অভিযোগে যদি সত্য হয়, রাজনীতি করবো না চ্যালেঞ্জ। এসব করে আমার লক্ষ পরিবর্তন করা যাবে না। সাময়িক প্রশ্নবিদ্ধ করা হলেও জনগণের কাছে চিরস্থায়ী বদনাম হবে না। দলের জন্য পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে তিতাস উপজেলা ছাত্রদলের পূর্বসংস্কারের উপহার এভাবে পাচ্ছি। আল্লাহ ভরসা।”
অভিযোগ প্রসঙ্গে তিনি আরও লেখেন, “১৫ লক্ষ টাকার অফার পেয়ে আমাকে সরিয়ে টাকা ওয়াল খুঁজে কী বোঝাতে চাইছেন? তাহলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, আয় তখনো করি নাই, এখনো না। ইনশাআল্লাহ অসৎ লোকের পরিকল্পনা কখনো পূরণ হবে না। আল্লাহ সকল পরিকল্পনার মহাপরিকল্পনাকারী।”















