সাংবাদিক মনিকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে
- আপডেট সময় : ৩৫ বার পড়া হয়েছে
দৈনিক লোকসমাজের সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি দেন সাংবাদিকরা। আজ বুধবার (৮ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল থানা প্রেসক্লাবের উদ্যোগে কাস্টমস হাউসের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এই হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন- ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা।
এতে বক্তব্য রাখেন- বেনাপোল থানা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম হোসেন আশা, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. গোলাম রসুল, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক মো. মেহেদী আফরোজ শাওন, অর্থ বিষয়ক সম্পাদক-১ রনি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-২ রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মুসা, ক্রীড়া সম্পাদক মো. নাইমুর রহমান, মো. ফারুক হোসেন, রাহাত হোসেন, মো. আরশাদ আলী, মো. মীর আলম ও মো. মফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন- অনতিবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে তাঁর পরিবারের নিকট ফিরিয়ে দিতে হবে। শার্শার থানার ওসিকে অপসারণ এবং মনির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা তুলে নিতে হবে, তা না হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করা হবে এবং এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে যাবে।





















