সাদুল্লাপুরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি
- আপডেট সময় : ৫২ বার পড়া হয়েছে
ঢাকায় শিক্ষকদের শান্তিপূর্ণ দাবি আদায়ের গণ জমায়েতে পুলিশের বর্বরোচিত হামলায় এবং ন্যাক্কার জনক আচরণে একাধিক শিক্ষক গুরুত্বর আহত হয়। এরই প্রতিবাদে সাদুল্লাপুরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি করেন শিক্ষকরা।
এসময় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনশাদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রধান শিক্ষক পরিষদের সভাপতি কৃষ্ণপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নওশিন হারুন ইঞ্জিল, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোন্নাফ প্রধান হিরু, চাঁদ করিম উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শেখ ফরিদ, শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাজ উদ্দিন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির প্রমুখ।
এসময় শিক্ষক নেতারা তাদের সহকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে দাবি আদায়ের আল্টিমেটাম দেয়। তা নাহলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়েছে। উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতী চলছে।



















