সাবেক এমপির উপস্থিতিতে উচ্ছ্বসিত পূজারিরা, সম্প্রীতির অনন্য নজির রামুতে
- আপডেট সময় : ১১৪ বার পড়া হয়েছে
চলমান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া কালী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
গতকাল বুধবার সন্ধায় তিনি তিতার পাড়া কালী মন্দিরে যান এবং পূজার আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। সেখানে তিনি ভক্ত ও পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।
তিনি বলেন—“তিতার পাড়ার মতো প্রত্যন্ত এলাকায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হচ্ছে, এটি আমাদের গর্ব। বাংলাদেশ বহুজাতিক ও বহু ধর্মের দেশ।এখানে প্রতিটি ধর্মীয় উৎসব আমাদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে। সবাই মিলে মিশে উৎসব উদযাপন করাই আমাদের চিরন্তন সংস্কৃতি।
এই সময় তাঁর সঙ্গে ছিলেন রামু উপজেলা ও কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা একযোগে দুর্গাপূজার সার্বিক ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং মন্দির কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও পূজারীরা জানান,“তিতার পাড়ার পূজামণ্ডপে একজন কেন্দ্রীয় নেতার উপস্থিতি আমাদের উৎসবকে আরও প্রাণবন্ত করেছে। এটি সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত।”
তিতার পাড়ার দুর্গোৎসব ঘিরে এ ধরনের রাজনৈতিক সৌজন্য ও সামাজিক সম্প্রীতির বার্তা সারা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।





















