সারিয়াকান্দিতে ১৮দিন পর শিশুর লাশ উদ্ধার
- আপডেট সময় : ৪২ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দিতে মৃত্যুর ১৮দিন পর কবর থেকে ৫বছরের শিশু মেহেদী হাসানের গলিত লাশ উদ্ধার করা হয়েছে । আদালতের নির্দেশে বগুড়ার এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানজামুল তাছওয়ারের উপস্থিতিতে থানা পুলিশ গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারতিতপরল কবরস্থান থেকে মেহেদীর গলিত লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে । জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের অন্তারপাড়া গ্রামের আরিফুল ইসলামের ছেলে মেহেদী হাসান(৫) গত ২১ সেপ্টম্বর বিকেলে নারচী ইউনিয়নের কুপতলা গ্রামে তার নানা বাড়ী থেকে নিখোঁজ হয় । খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে কুপতলা গ্রামে চান্দু মেম্বারের বাড়ির সামনে বাঁশঝাড়ের পাশে একটি ছোট ডোবার পানি থেকে মেহেদীর ভাসমান লাশ উদ্ধার করা হয় । পরিবারের ধারণা অসাবধানতাবশত পানিতে পড়ে মেহেদীর মৃত্যু হয়েছে । পুলিশকে সংবাদ না দিয়ে পরিবারের লোকজন মেহেদীর মরদেহ রাতেই দাফন করে । পরবর্তীতে জানাজানি হয় যে, কুপতলা গ্রামের মধ্যপাড়ার হাবিবুর রহমানের মেয়ে সুইটি বেগম (২৩) মেহেদী হাসানকে পূর্ব শত্রুতার জের ধরে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গোপনের জন্য ডুবার পানিতে ফেলে দিয়েছে । মৃত মেহেদীর মাতা মিষ্টি আক্তার (২২) বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করে। যাহার মামলা নং ১৫, তারিখ ২৪/০ ৯/২০২৫ । এব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে শিশু মেহেদী হাসানের গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ।















