সংবাদ শিরোনাম ::
সিংড়ায় জাতীয় ভোটার দিবস পালন

ফজলে রাব্বী, সিংড়া প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিবো মিলেমিশে’ এই শ্লোগানে সিংড়ায় সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (০২ মার্চ) সকাল ১০টায় সিংড়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্বরে সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ প্রমুখ।