সিরাজদিখানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১২৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জ সিরাজদিখানের খারশুর এলাকা থেকে ৪ কেজি গাঁজা সহ নাজমা বেগম (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১০।
গতকাল মঙ্গলবার দপুর সাড়ে ১২ টা সময় উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর মহাসশানের সামনে থেকে ৪কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৯০০ টাকা সহ নাজমা নামের নারীকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি টিম অভিযান পরিচালনা করে, উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর মহাসশানের সামনে থেকে সিমেন্টের খালি বস্তা দিয়ে তৈরি একটি বাজারের ব্যাগে করে বিক্রির উদ্দেশ্য রাস্তায় বের হলে ৪কেজি গাঁজা একটি মোবাইল ফোন, নগদ ৮ হাজার ৯০০ টাকা সহ নাজমা বেগম কে গ্রেফতার করে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, নাজমা বেগম এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। এলাকার সবাই তাকে মাদক সম্রাজ্ঞী হিসেবে চিনে।
দীর্ঘদিন থেকে সে এলাকায় একটি এ মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাজমা বেগম উপজেলার শেখর নগর ইউনিয়নের মৃত কালাচাঁনের মেয়ে ও মৃত পিলু মিয়ার স্ত্রী।
র্যা-১০ ওয়ারেন্ট অফিসার ইয়ার উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাজমা বেগম কে জব্দকৃত মালামাল সহ সিরাজদিখান থানায় হস্তান্তর করে।
সিরাজদিখান থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, র্যাব-১০ এর একটি টিম নাজমা বেগম নামে এক মাদক ব্যবসায়ী মহিলাকে জব্দকৃত মালামালসহ আমাদের থানায় হস্তান্তর করেছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করা হয়েছে, পরবর্তী আইনীর প্রক্রিয়া শেষ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





















