সিরাজদিখানের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১৩ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মাখলানগর উচ্চ বিদ্যালয় এলাকায় মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ-এর উদ্যোগে এবং এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, মালখানগর হাইস্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ থেকে মালখানগর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছিল প্রায় দুই বছর আগে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় রাস্তাটি বর্তমানে চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে যা জনদুর্ভোগ তৈরি করেছে। এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেন। এই এলাকায় একটি মাদরাসা, একটি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ দুইটি কিন্ডারগার্টেন ও একটি শিশু হাসপাতাল রয়েছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীসহ রোগী ও সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই রাস্তা সংস্কারের ব্যাপারে গত এক বছরে জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা দুইটি রিপোর্ট প্রকাশিত হওয়ার পরেও কর্তৃপক্ষ এ রাস্তা সরকার ব্যাপারে কোন মধ্য গ্রহণ করেননি।
মালখানগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ইয়াসিন সুমন বলেন, রাস্তাটির কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রায় দুই বছর ধরে এখানকার সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। বিদ্যালয়, কলেজ ও হাসপাতাল সহ সব প্রতিষ্ঠান এই রাস্তার ওপর নির্ভরশীল। রাস্তাটি এতটাই খারাপ যে, অনেক সময় রোগী নিয়ে আসতেও মানুষ সাহস পায় না।
এ বিষয়ে মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ-এর আহ্বায়ক আল মামুন বলেন, রাস্তা সংস্কারের দাবিতে মালখানগর ইউনিয়নের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—এই রাস্তার কাজ দ্রুত শুরু করে জনগণের দুর্ভোগ দূর করা হোক।”
এসময় উপস্থিত ছিলেন, মালখানগর উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি মো. ইয়াসিন সুমন মুক্ত বিহঙ্গ তরুণ সংঘের আহবায়ক আল-মামুন,সদস্য রিসতিয়া আলম,তুষার আহমেদ,মো: রাজু,রায়হান ইসলাম,মাঈনুল আমিন, মো: রাজ্জাক,মো: আল- আমিন,মো: নয়ন শেখ প্রমুখ।



















