সীমান্ত এলাকার অসহায়, দুস্থ ও বিধবা নারীদের সাবলম্বী করতে শতাধিক ছাগল বিতরণ

- আপডেট সময় : ১৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে সীমান্ত এলাকার অসহায়, দুস্থ ও বিধবা নারীদের সাবলম্বী করতে শতাধিক ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে পঞ্চগড় ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজ মাঠে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় ও সেচ্ছাসেবী সংগঠন লাইট অফ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে আয়ের আলো গৃহকোনে প্রকল্পের আওতায় ৫২ জন নারীর মাঝে ১০৪টি ছাগল বিতরণ করা হয়। এসময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুমন চন্দ্র দাস নারীদের হাতে ছাগল তুলে দেন।
অনুষ্ঠানে ড. আবেদা হাফিজ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক জেবুন্নাহার,
বেসরকারি প্রতিষ্ঠানের কর্পোরেট ম্যানেজার কাজি ফয়সাল আল আহসান, সেচ্ছাসেবী সংগঠন লাইট অফ লাইফ ফাউন্ডেশনের পঞ্চগড়ের সভাপতি বাবলুজ্জামান বাবলু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ রনি প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপকারভোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ছাগলগুলোকে লালন পালন করে একজন ক্ষুদ্র খামারি হিসেবে গড়ে উঠতে নানা পরামর্শ দেন।