ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সুনামগঞ্জ ধানের শীষের প্রচারণায় ব্যস্ত মোহন মিয়া

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূলের গণজাগরণ জোরদার করেছেন জনপ্রিয় স্থানীয় নেতা মোহন মিয়া বাচ্চু। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে বেড়াচ্ছেন উপজেলার প্রত্যন্ত গ্রাম, হাট-বাজার, স্কুলমাঠ, মসজিদ চত্বর এবং ঘনবসতিপূর্ণ মহল্লায়।
এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়, সমস্যার খোঁজ নেওয়া, উন্নয়ন ভাবনা তুলে ধরা—সব মিলিয়ে তার প্রচারণা এখন এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের পক্ষে সাড়া আরও বাড়ছে বলে জানান স্থানীয়রা।
প্রতিদিন সকাল থেকেই মোহন মিয়া বাচ্চু দলীয় নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ-৪ আসনের বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালান। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণাকালে তিনি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা এবং বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মোহন মিয়া বাচ্চুর এই ধারাবাহিক প্রচেষ্টা নির্বাচনী মাঠে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। তৃণমূল পর্যায়ের ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে এবং ধানের শীষ প্রতীকের প্রচারণা দিন দিন আরও গতিশীল হচ্ছে।
মোহন মিয়া বাচ্চু বলেন, “সুনামগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার পথচলার শক্তি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ধানের শীষের প্রচারণায় নতুন মাত্রা যোগ হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জ ধানের শীষের প্রচারণায় ব্যস্ত মোহন মিয়া

আপডেট সময় :

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে তৃণমূলের গণজাগরণ জোরদার করেছেন জনপ্রিয় স্থানীয় নেতা মোহন মিয়া বাচ্চু। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে বেড়াচ্ছেন উপজেলার প্রত্যন্ত গ্রাম, হাট-বাজার, স্কুলমাঠ, মসজিদ চত্বর এবং ঘনবসতিপূর্ণ মহল্লায়।
এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়, সমস্যার খোঁজ নেওয়া, উন্নয়ন ভাবনা তুলে ধরা—সব মিলিয়ে তার প্রচারণা এখন এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হচ্ছে। তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধানের শীষের পক্ষে সাড়া আরও বাড়ছে বলে জানান স্থানীয়রা।
প্রতিদিন সকাল থেকেই মোহন মিয়া বাচ্চু দলীয় নেতাকর্মীদের নিয়ে সুনামগঞ্জ-৪ আসনের বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালান। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রচারণাকালে তিনি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক উন্নয়ন, কৃষি সহায়তা এবং বঞ্চিত মানুষের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরেন।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, মোহন মিয়া বাচ্চুর এই ধারাবাহিক প্রচেষ্টা নির্বাচনী মাঠে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে। তৃণমূল পর্যায়ের ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে এবং ধানের শীষ প্রতীকের প্রচারণা দিন দিন আরও গতিশীল হচ্ছে।
মোহন মিয়া বাচ্চু বলেন, “সুনামগঞ্জ-৪ আসনের জনগণ আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, তা আমার পথচলার শক্তি। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করে যেতে চাই।”
নির্বাচন যত ঘনিয়ে আসছে, ধানের শীষের প্রচারণায় নতুন মাত্রা যোগ হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।