সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ইনিসপেয়ার ইউনিটি
- আপডেট সময় : ০৬:৫৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
ইনিসপেয়ার ইউনিটি বিডি মানবিক সহায়তার অঙ্গীকার নিয়ে সংগঠনটি সম্প্রতি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছে। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কপিল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন করা।
বর্তমানে, সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে বন্যায় ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার দুর্গত মানুষের উদ্ধার কাজে স্বেচ্ছ্বাসেবী হিসেবে সরাসরি অংশগ্রহণ এবং ত্রাণ বিতরণ কনরা হয়েছে।
মালয়েশিয়া প্রবাসী কপিল উদ্দিন দ্রুততম সময়ের মধ্যে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যোগ দেন। বন্যাকবলিত এলাকাগুলিতে প্রায় ২ হাজার বাসিন্দার মধ্যে ত্রাণ বিতরণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মেডিকেল টিম গঠন করে আশ্রয়কেন্দ্রে বিনামূল্যে ঔষধ প্রদান করেন। বন্যার শুরুর দিকে শুকনো খাবার ও কাপড় বিতরণ করে, যখন এলাকার পানি বাহিত রোগবালাই দেখা দেয় সাথে সাথে দক্ষ মেডিকেল টীম নিয়ে কাজ শুরু করে। যেসব বাড়ির পানি নামা শুরু করেছে আর যারা রান্না করার ব্যবস্থা করতে পেরেছে, এমন পরিবারগুলোকে চাল, ডাল তেল, আলু, পেয়াজ ও মশলা বিতরণ অব্যাহত রয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার পাশাপাশি, গাছ কেটে বিল্ডিং নির্মাণের ফলে গ্রীষ্মকালীন তাপদাহের প্রভাব হ্রাস করতে সারা দেশে প্রায় আড়াই হাজার বৃক্ষ রোপণ করা হয়।
সংগঠনটি বর্তমানে নতুন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায়, সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান তৈরির উদ্যোগ এবং প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। এছাড়া, সুবিধা বঞ্চিত শিশুদের গণশিক্ষার আওতায় আনা ও খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালনা করবে। প্রকল্পের প্রথম ধাপ হিসেবে ঢাকা ও ফেনীতে কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই সারা দেশে তাদের কার্যক্রম শুরু করবে।
কপিল উদ্দিন বলেন, আমাদের উদ্দেশ্য হলো সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য গঠন করে পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরা সমাজের উন্নতি সাধন করতে পারব।
প্রকল্পটির সফল বাস্তবায়নের জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন। সংগঠনটি দানশীল ব্যক্তিদের সহায়তা ও সমাজের সকলের সমর্থন কামনা করছে। ঢাকা মিরপুর-২ কাচাজার, পীরেরবাগ কাচা বাজার ও ফেনী বিরলী বাজারের চাদাবাজি বন্ধ করেছে, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করেছে।