সেতুর টোলপ্লাজায় প্রাইভেটকার-অটোরিকশাকে চাপা, ঘটনাস্থলেই মৃত্যু ১৪
- আপডেট সময় : ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের দুর্ঘটনার ঘোর কাটতে না কাটতেই ফের ঝালকাঠিতে ঝরে গেলো ১৪ প্রাণ। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি গাবখান সেতুর টোলপ্লাজা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
একটি সিমেন্ট বোঝাই ট্রাক টোল প্লাজায় থেমে থাকা প্রাইভেট কার ও অটোরিকশাকে চাপা দিলে ১৪ জনের মৃত্যু হয়।
ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, গাবখান সেতুর টোলপ্লাজায় টাকা দেয়ার অপেক্ষায় ছিল অটোরিকশা, প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। এসময় সিমেন্টবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায় এবং সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে নেমে যায়।
তাতে করে প্রাইভেটকার ও অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশার ৭ আরোহী ও প্রাইভেটকারের ৪ আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
সিমেন্টবাহী ট্রাকের নিচে চাপা পড়ে রয়েছে প্রাইভেটকার। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের চেষ্টা করছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় মিলেনি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ঝালকাঠি সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরওএমও) ডা. মেহেদী হাসান সানি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের মরদেহ মর্গে রাখা হয়েছে।