সৈয়দ আবুল হোসেন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

- আপডেট সময় : ৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস গতকাল সোমবার কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)নিজামুল হক তালুকদার এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন ক্লাসে একাদশ শ্রেণির নবাগত প্রায় এক সহস্রাধিক শিক্ষার্থীর আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম হাওলাদার,সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম মুন্সী,যুগ্ন আহবায়ক মোঃ সজল আহমেদ, ছাত্রদল নেতা মোঃ তুহিন হাওলাদার,পৌরসভা ছাত্রদলের আহবায়ক হাসান হাওলাদার,কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম,যুগ্ন আহবায়ক মোঃ রায়হান,কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন বেপারী, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ শান্ত প্রমুখ ।