ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::

সোনাইমুড়ীতে প্রবাসীর বিধবা স্ত্রীর ৮০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অনুপ সিংহ, সোনাইমুড়ী (নোয়াখালী)
  • আপডেট সময় : ০৪:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালীর সোনাইমুড়ীতে কাতার প্রবাসীর ৮০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিধবা স্ত্রী। গতকাল সোনাইমুড়ী প্রেসক্লাবে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের কাতার প্রবাসী মৃত মাহফুজুর রহমানের স্ত্রী জেছমিন আক্তার সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেছমিন আক্তার জানান, ২০২০ সালে কাতার প্রবাসী মাহফুজুর রহমান মারা যান। এরপর ২০২৩ সালে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মহিব উল্যাহ নিলয় প্রতারণার মাধ্যমে প্রবাসীর পাওনা ৮০ লক্ষ টাকা উত্তোলন করে নেয়। কিন্তু সেই টাকা আত্মসাতের জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে। মহিব উল্যাহ নিলয় প্রবাসীর স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে নিজ স্ত্রী আখি বেগমকে মৃত মাহফুজুর রহমানের স্ত্রী সাজিয়ে এই টাকা উত্তোলন করে।
তিনি আরো বলেন, টাকা উত্তোলনের পর কয়েক দফা টাকা দেওয়ার কথা বলে নিলয়। কিন্তু সে টাকা না দিয়ে সে দুবাই চলে যায়। সেখান থেকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছের লোক দাবি করে ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
প্রতারণার স্বীকার ভুক্তভোগী জেছমিন আক্তার ৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত করে টাকা উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জোর দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোনাইমুড়ীতে প্রবাসীর বিধবা স্ত্রীর ৮০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৪:২০:০১ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
নোয়াখালীর সোনাইমুড়ীতে কাতার প্রবাসীর ৮০ লক্ষ টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিধবা স্ত্রী। গতকাল সোনাইমুড়ী প্রেসক্লাবে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের বারাহিনগর গ্রামের কাতার প্রবাসী মৃত মাহফুজুর রহমানের স্ত্রী জেছমিন আক্তার সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেছমিন আক্তার জানান, ২০২০ সালে কাতার প্রবাসী মাহফুজুর রহমান মারা যান। এরপর ২০২৩ সালে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মহিব উল্যাহ নিলয় প্রতারণার মাধ্যমে প্রবাসীর পাওনা ৮০ লক্ষ টাকা উত্তোলন করে নেয়। কিন্তু সেই টাকা আত্মসাতের জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে। মহিব উল্যাহ নিলয় প্রবাসীর স্ত্রীর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে নিজ স্ত্রী আখি বেগমকে মৃত মাহফুজুর রহমানের স্ত্রী সাজিয়ে এই টাকা উত্তোলন করে।
তিনি আরো বলেন, টাকা উত্তোলনের পর কয়েক দফা টাকা দেওয়ার কথা বলে নিলয়। কিন্তু সে টাকা না দিয়ে সে দুবাই চলে যায়। সেখান থেকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছের লোক দাবি করে ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছে।
প্রতারণার স্বীকার ভুক্তভোগী জেছমিন আক্তার ৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত করে টাকা উদ্ধার ও আসামিকে গ্রেফতারের জোর দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতা কামনা করেন।