সংবাদ শিরোনাম ::   
                            
                            সোনাগাজীতে রাতের আঁধারে কৃষি জমির মাটি লুটেরা বাহিনীর বিরুদ্ধে এ্যাকশান
 
																
								
							
                                
                              							  এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী জেলা  প্রতিনিধি									
								
                                
                                - আপডেট সময় : ২০১ বার পড়া হয়েছে
# আইনজীবীসহ নয় জনের বিরুদ্ধে মামলা
# ৩টি ভেকু মেশিনের বেটারী ও ভেকু মেশিন জব্দ
সোনাগাজীতে রাতের আঁধারে তিন ফসলি কৃষি জমির মাটি লুটেরা লুটে নিচ্ছে সাধারণ মানুষের জমির মাটি । এ অভিযোগের ভিক্তিতে এবং সংঘটিত  ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন কামরুল হাসান ভুইয়া নামীয় এক ভুক্তভোগী।
মামলায় অভিযুক্তরা হলেন, সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতলীর মৃত আবদুল মন্নানের ছেলে নাজমুল ইসলাম সোহাগ (৪৮), পূর্ব চর খোয়াজ বেড়ীবাঁধ এলাকার মনির আহম্মদ বাড়ীর মো: ফারুক(৪০), ভৈরব চৌধুরী এলাকার সুজাপুর গ্রামের নুরুল আফসার (৪৫)। ৮ই মার্চ -২০২৫ ইং শনিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব চর-খোয়াজ এলাকায় এই ঘটনা ঘটে।
মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়,
জমির মালিক কামরুল হাসান ভূঁইয়া ব্যবসার সুবাদে স্ব-পরিবারে চট্টগ্রামে বসবাস করেন। তার মা অসুস্থ থাকায় গ্রামে দীর্ঘদিন তেমন আসা যাওয়া হতো না। উপজেলার চর-খোয়াজে বিএস জরিপে ৭১ নং চর খোয়াজের লামছি মৌজার ৪৬৫ নং খতিয়ানের (২৯১,২৯২,২৯৫) এই তিন দাগে আমার পিতার খরিদ সুত্রে ১৩২ শতক কৃষি জমি রয়েছে। আমরা দীর্ঘ ৪০ বছর ধরে কৃষকের কাছে বর্গা দিয়ে চাষাবাদ করছি। আমরা গ্রামে না আসার সুযোগ কাজে লাগিয়ে আমাদের তিন ফসলি জমি থেকে প্রায় ছয় শতাধিক মাটিভর্তি ট্রাক নিয়ে কয়েক ধাপে কৃষি জমির মাটি লুট করে নিয়ে যায় নজরুল ইসলাম ও তার লোকজন। সর্বশেষ গত ৭ই মার্চ শুক্রবার বিকেলে এসে দেখি আমাদের জমিতে তিনটি ভেকু মেশিন দিয়ে আবারো ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশ এবং উপজেলার সহকারী কমিশনার ভুমিকে অবহিত করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভুমি এসে তিনটি ভেকু মেশিনের বেটারী ও ভেকু মেশিন জব্দ করে।
কৃষক নুর নবী জানান,সোনাগাজীর পূর্ব চর খোয়াজে  ১৩২ শতক জমি বর্গা চাষাবাদ করে আসছি। গত ৫ই মার্চ রাত থেকে ফসলি জমিতে তিনটি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নিয়ে যায় নাজমুল ইসলাম সোহাগের নেতৃত্বে ।
এ বিষয়ে অভিযুক্ত নাজমুল ইসলাম সোহাগ, মামলার বাদী কামরুল হাসান ভূঁইয়ার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের জমির চারপাশে মৎস্য প্রকল্প হওয়ায় জমিতে পানি জমে থাকার কারণে পারিবারিক ভাবে পদক্ষেপ নিয়ে মৎস্য প্রকল্প করছি। তিনি উল্টো নুর নবী নামের একজনকে দিয়ে আমাদের জমিতে ভেকু মেশিন দিয়ে আমাদের মাটি কেটে নিয়ে গেছেন। বরং চেয়ে তিনি আমাদের ৮ এককের উপর জায়গা নিজেদের নামে বিএস জরিপ করিয়েছেন। আমাদের জমির মাটি লুটের বিষয়ে আমরাও মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
থানার ওসি বায়েজিদ আকন জানান, চর খোয়াজে নাজমুল ইসলাম সোহাগ নামের একজন নিজের জায়গায় মাটি কেটে চট্টগ্রামে থাকা কামরুল হাসান ভুইঞার কৃষি জমিরও মাটিও কেটে নিয়েছেন।এই বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সোনাগাজী উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান জানান,  কোনো ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ আইন পরিপন্থি। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
							
                             
																			








