ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::
Logo কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত Logo জার্নালিস্ট এসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর কমিটি ঘোষণা Logo সরকারি নিয়মনীতিকে তোয়াক্কা না করে, রামগতিতে মৌসুম শুরুর আগেই ইট উৎপাদনে প্রস্তুত ৫১ অবৈধ ইটভাটা Logo গাইবান্ধা-৩ আসনে ভোট যুদ্ধে প্রতিদ্বন্দিতা করবেন নাজমুল হাসান সোহাগ Logo পীরগঞ্জে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ Logo ডামুড্যায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ Logo শেরপুরে আগুনে পুড়ে মাদরাসাছাত্রী নাবিলার মর্মান্তিক মৃত্যু Logo ভূরুঙ্গামারীতে টেকসই উদ্যোক্তা ও জীবিকা উন্নয়নে কর্মশালা Logo সিলেট-৬ ধানের শীষের কান্ডারী এড. এমরান আহমদ চৌধুরী Logo সিংগাইরে নায়েবের মারপ্যাচে দালালের ফাঁদ

সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা চান প্রধান উপদেষ্টা

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ২১৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বন্ধুপ্রতিম দুদেশের সম্পর্ক জোরদারে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ এবং জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, এটাই সময় যখন সৌদি আরব আমাদের সর্বোচ্চ সহায়তা করতে পারে।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে ড. ইউনূস দুদেশের মধ্যেকার সম্পর্ককে অন্যন্য এবং অন্য দেশগুলোর চেয়ে আলাদা হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূস অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়ানোর জন্য সৌদি আরবকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে অর্থ জমা রাখার অনুরোধ করেন। রাষ্ট্রদূতকে এ অনুরোধ সৌদি সরকারের পৌঁছে দিতে বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটি চমৎকার সহযোগিতা হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশে বিশেষ ছাড়ে জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ করেন।

ড. ইউনূস বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান যাতে তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশ আরও বেশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারে।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, দক্ষতা অর্জন তাদের আরও ভালো বেতন পেতে এবং বাংলাদেশে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি অভিবাসী ও মুসলিম হজযাত্রীদের ভিসা দেয়।

২০২৩ সালে প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর ও লজিস্টিক খাতে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগের সুবিধার্থে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহায়তা চান তিনি। ।

রাষ্ট্রদূত সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুটি চিঠি হস্তান্তর করেন।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, আমাদের সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত।

রাষ্ট্রদূত দুহাইলান প্রধান উপদেষ্টাকে পবিত্র কোরআনের একটি অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির রেপ্লিকা উপহার দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহায়তা চান প্রধান উপদেষ্টা

আপডেট সময় :

 

বন্ধুপ্রতিম দুদেশের সম্পর্ক জোরদারে বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ এবং জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা বলেন, এটাই সময় যখন সৌদি আরব আমাদের সর্বোচ্চ সহায়তা করতে পারে।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের কথা উল্লেখ করে ড. ইউনূস দুদেশের মধ্যেকার সম্পর্ককে অন্যন্য এবং অন্য দেশগুলোর চেয়ে আলাদা হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূস অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়ানোর জন্য সৌদি আরবকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে অর্থ জমা রাখার অনুরোধ করেন। রাষ্ট্রদূতকে এ অনুরোধ সৌদি সরকারের পৌঁছে দিতে বলেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, এটা অন্তর্বর্তী সরকারের জন্য একটি চমৎকার সহযোগিতা হবে।

এছাড়া প্রধান উপদেষ্টা সৌদি আরবকে বাংলাদেশে বিশেষ ছাড়ে জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ করেন।

ড. ইউনূস বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান যাতে তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশ আরও বেশি দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে পারে।

রাষ্ট্রদূত আল দুহাইলান সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বলেন, দক্ষতা অর্জন তাদের আরও ভালো বেতন পেতে এবং বাংলাদেশে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে পাঁচ হাজার বাংলাদেশি অভিবাসী ও মুসলিম হজযাত্রীদের ভিসা দেয়।

২০২৩ সালে প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, তার দেশ বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী এবং বন্দর ও লজিস্টিক খাতে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রস্তাবিত সৌদি বিনিয়োগের সুবিধার্থে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহায়তা চান তিনি। ।

রাষ্ট্রদূত সৌদি জাতীয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে দুই পবিত্র মসজিদের রক্ষক বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের দুটি চিঠি হস্তান্তর করেন।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, আমাদের সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায় এবং ইনশাআল্লাহ বাংলাদেশ সরকারকে সমর্থন দিতে প্রস্তুত।

রাষ্ট্রদূত দুহাইলান প্রধান উপদেষ্টাকে পবিত্র কোরআনের একটি অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির রেপ্লিকা উপহার দেন।