ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

সমাজসেবায় অনন্য অবদান

স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল

মো. সবুজ মিয়া, সিলেট
  • আপডেট সময় : ২১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমাজসেবায় অসামান্য অবদান ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকার স্বীকৃতি হিসেবে “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড–২০২৫” অর্জন করেছেন তরুণ সমাজকর্মী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেডিও এক্টিভিস্ট ও বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঝঅজঈ) বাংলাদেশ–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়া ও রেডিও জগতে পরিচিত দিদারুল ইকবাল (ঝ২১উঅখ – ঝরবৎৎধ ঞড়ি ঙহব উবষঃধ অষঢ়যধ খরসধ) নামে।
গত শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত “দৈনিক অভিযোগ বার্তা”র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)–এর চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়া–র সিইও খন্দকার আছিফুর রহমান তোতা, দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকাসহ অতিথিবৃন্দ দিদারুল ইকবালের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
দিদারুল ইকবাল একজন সক্রিয় সমাজকর্মী, সংগঠক ও রেডিও এক্টিভিস্ট হিসেবে দেশ-বিদেশের বেতারজগতের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ বেতার ছাড়াও চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও নেপালসহ বিশ্বের বিভিন্ন বেতার সংস্থার তথ্য, জ্ঞান ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে চলেছেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঝঅজঈ)–এর মাধ্যমে তিনি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উন্নয়নমূলক তথ্য পৌঁছে দিয়ে সামাজিক সচেতনতা, শিক্ষা ও স্বনির্ভরতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি বেতারের মাধ্যমে তথ্যকে সামাজিক সম্পদে রূপান্তরের এক সফল উদাহরণ স্থাপন করেছে।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানকে স্বীকৃতি জানিয়ে স্টার বাংলাদেশ মিডিয়া ও দৈনিক অভিযোগ বার্তা যৌথভাবে তাঁকে এই মর্যাদাপূর্ণ “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড–২০২৫” প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম ফিরোজ আহম্মেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আছিফুর রহমান তোতা। বিশেষ অতিথি ছিলেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, সাংবাদিক কাজল হাজরা, অভিনেত্রী রেবেকা, অভিনেতা আমান রেজা, অভিনেত্রী ক্যামিলিয়া নিশান, সংগীতশিল্পী সোহেলী সুলতানা, মডেল নিগার দৌলা এবং কণ্ঠশিল্পী এস এম শফি।
স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী সবুজ রয়–এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে ফ্যাশন শো, নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এই উৎসবের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজসেবায় অনন্য অবদান

স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল

আপডেট সময় :

সমাজসেবায় অসামান্য অবদান ও ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকার স্বীকৃতি হিসেবে “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড–২০২৫” অর্জন করেছেন তরুণ সমাজকর্মী, আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেডিও এক্টিভিস্ট ও বৃহত্তম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঝঅজঈ) বাংলাদেশ–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, যিনি মিডিয়া ও রেডিও জগতে পরিচিত দিদারুল ইকবাল (ঝ২১উঅখ – ঝরবৎৎধ ঞড়ি ঙহব উবষঃধ অষঢ়যধ খরসধ) নামে।
গত শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে ঢাকার সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত “দৈনিক অভিযোগ বার্তা”র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)–এর চেয়ারম্যান ও স্টার বাংলাদেশ মিডিয়া–র সিইও খন্দকার আছিফুর রহমান তোতা, দৈনিক অভিযোগ বার্তার প্রকাশক ও সম্পাদক এস এম ফিরোজ আহম্মেদ, চলচ্চিত্র অভিনেত্রী রেবেকাসহ অতিথিবৃন্দ দিদারুল ইকবালের হাতে ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
দিদারুল ইকবাল একজন সক্রিয় সমাজকর্মী, সংগঠক ও রেডিও এক্টিভিস্ট হিসেবে দেশ-বিদেশের বেতারজগতের পরিচিত মুখ। তিনি বাংলাদেশ বেতার ছাড়াও চীন আন্তর্জাতিক বেতার, রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া, রেডিও ভেরিতাস এশিয়া, ভয়েস অব ভিয়েতনাম, ডয়চে ভেলে, রেডিও জাপান, রেডিও তেহরান, বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও রোমানিয়া, রেডিও ফ্রান্স, রেডিও নেপালসহ বিশ্বের বিভিন্ন বেতার সংস্থার তথ্য, জ্ঞান ও অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে চলেছেন।
সাউথ এশিয়া রেডিও ক্লাব (ঝঅজঈ)–এর মাধ্যমে তিনি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে উন্নয়নমূলক তথ্য পৌঁছে দিয়ে সামাজিক সচেতনতা, শিক্ষা ও স্বনির্ভরতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি বেতারের মাধ্যমে তথ্যকে সামাজিক সম্পদে রূপান্তরের এক সফল উদাহরণ স্থাপন করেছে।
সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর এই নিরবচ্ছিন্ন অবদানকে স্বীকৃতি জানিয়ে স্টার বাংলাদেশ মিডিয়া ও দৈনিক অভিযোগ বার্তা যৌথভাবে তাঁকে এই মর্যাদাপূর্ণ “স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড–২০২৫” প্রদান করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম ফিরোজ আহম্মেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আছিফুর রহমান তোতা। বিশেষ অতিথি ছিলেন নৃত্যপরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, চলচ্চিত্র নির্মাতা জ্যাম্বস কাজল, সাংবাদিক কাজল হাজরা, অভিনেত্রী রেবেকা, অভিনেতা আমান রেজা, অভিনেত্রী ক্যামিলিয়া নিশান, সংগীতশিল্পী সোহেলী সুলতানা, মডেল নিগার দৌলা এবং কণ্ঠশিল্পী এস এম শফি।
স্বর্ণপদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী সবুজ রয়–এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে ফ্যাশন শো, নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত এই উৎসবের সমাপ্তি হয়।