সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাবা মোছাঃ ইয়াছমিন খাতুন। তিনি ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
ইয়াছমিন খাতুন পাবনা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন দক্ষ ও মেধাবী কর্মকর্তা। এর আগে তিনি মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।












