ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হবিগঞ্জে বিজিবির অভিযানে অবৈধ মালামালসহ ট্রাক জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ২৫৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা মসলা পণ্য পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে নেওয়া হচ্ছে। পরে ভোররাতে মহাসড়কে তল্লাশী চালিয়ে একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। ট্রাকের পাথরের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা। তবে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে সঠিক মূল্য নির্ধারণ করা হবে। এ সময় ট্রাকচালককে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ট্রাক ও পণ্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জে বিজিবির অভিযানে অবৈধ মালামালসহ ট্রাক জব্দ

আপডেট সময় :

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বুধবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ভারত থেকে অবৈধভাবে আনা মসলা পণ্য পাচারের উদ্দেশ্যে ট্রাকে করে নেওয়া হচ্ছে। পরে ভোররাতে মহাসড়কে তল্লাশী চালিয়ে একটি পাথরবোঝাই ট্রাক আটক করা হয়। ট্রাকের পাথরের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা। তবে শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা শেষে সঠিক মূল্য নির্ধারণ করা হবে। এ সময় ট্রাকচালককে আটক করা সম্ভব হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ট্রাক ও পণ্য শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।