হবিগঞ্জে বিশ্বনদী দিবস পালিত
- আপডেট সময় : ৪৪ বার পড়া হয়েছে
“আমাদের স্বপ্নের নদী, সবাই মিলে রক্ষা করি” এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ চারুকলা একাডেমি প্রাঙ্গণে বৈচিত্র্যময় কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস ২০২৫ পালিত হয়েছে।
গতকাল রোববার ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, হবিগঞ্জ চারুকলা একাডেমি ও খোয়াই রিভার ওয়াটারকিপার এর যৌথ আয়োজনে শিক্ষার্থীরা কাপড় ও উপকরণ দিয়ে নির্মাণ করেন প্রতীকী “স্বপ্নের নদী”। সেখানে কেউ ছবি আঁকেন, কেউ নদীর গল্প শোনান, কেউবা নৌকা ভাসান ও মাছ ধরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ আইনজীবী মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গবেষক জাহান আরা খাতুন, ধরা হবিগঞ্জের সভাপতি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ চারুকলা একাডেমির অধ্যক্ষ আশিষ আচার্য্য, নুরজাহান বিভা প্রমুখ। মূল বক্তব্য রাখেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
বক্তারা বলেন, নদীকেন্দ্রিক জীবনযাত্রা এখন ইতিহাসে পরিণত হচ্ছে।
খোয়াই নদীসহ জেলার নদীগুলো দখল-দূষণে বিপর্যস্ত।
পুরাতন খোয়াই নদী দখলমুক্ত ও পুনরুদ্ধার করে প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনা জরুরি।
অধ্যাপক ইকরামুল ওয়াদুদ বলেন, “নদীতে পানি নেই, পাল তোলা নৌকা নেই, মাছ নেই সবই এখন গল্প। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয়।”
মনসুর উদ্দিন আহমেদ ইকবাল বলেন, “কখনো খোয়াই নদী ছিল হবিগঞ্জ শহরের প্রাণ। এখন ছবিতে আঁকতে হচ্ছে নদী হারানোর বেদনা।”
তোফাজ্জল সোহেল বলেন, “পুরাতন খোয়াই নদী শহরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষায় জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার মূল কারণ নদী দখল ও ভরাট। দুই দশক ধরে সংরক্ষণের দাবি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।”
আয়োজক ও বক্তারা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।

















