ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জের মাধবপুরে চাচার হতে ভাতিজি খুন

আব্দুল নূর বাবুল, হবিগঞ্জ
  • আপডেট সময় : ১৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কোপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া (১২)।
গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বেনু মিয়া ও তার ভাই রেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রেনু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র জানায়, মৃত্যুর আগে সুমাইয়া একটি ভিডিও জবানবন্দিতে জানায়, সে মশার কয়েল দিতে ঘর থেকে বের হলে চাচা রেনু মিয়া তার ওপর হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হবিগঞ্জের মাধবপুরে চাচার হতে ভাতিজি খুন

আপডেট সময় :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচার কোপে প্রাণ হারিয়েছে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া (১২)।
গত সোমবার রাত আনুমানিক ৮টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে বেনু মিয়া ও তার ভাই রেনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় তাদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে রেনু মিয়া ধারালো অস্ত্র দিয়ে বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র জানায়, মৃত্যুর আগে সুমাইয়া একটি ভিডিও জবানবন্দিতে জানায়, সে মশার কয়েল দিতে ঘর থেকে বের হলে চাচা রেনু মিয়া তার ওপর হামলা চালায়।