ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

হাতিয়া পৌর আ.লীগ সভাপতি গ্রেপ্তার

নোয়াখালী ব্যুরোপ্রধান
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম. ছাইফ উদ্দিন (৫৮) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত সোমবার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় তিনি জামিনে ছিলেন।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের ওছখালী এলাকায় বিক্ষোভ মিছিল করে তার মুক্তির দাবি জানান। এ সময় যৌথ বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যদিকে, আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, “অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাতিয়া পৌর আ.লীগ সভাপতি গ্রেপ্তার

আপডেট সময় :

নোয়াখালীর হাতিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ.কে.এম. ছাইফ উদ্দিন (৫৮) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত সোমবার দিকে হাতিয়া আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকেলে তাকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে, যার মধ্যে একটি মামলায় তিনি জামিনে ছিলেন।
গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরের ওছখালী এলাকায় বিক্ষোভ মিছিল করে তার মুক্তির দাবি জানান। এ সময় যৌথ বাহিনী বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যদিকে, আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও পাল্টা মিছিল করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, “অ্যাডভোকেট ছাইফ উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”