হাসান আরিফের শূন্যতা পূরন হবার নয়: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:০০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৫১ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার হাসপাতালে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে এই মন্ত্রব্য করেন।
মির্জা ফখরুল বলেন, হাসান আরিফ শুধু একজন স্বনামধন্য আইনজীবী ছিলেন না! তিনি একজন বিশিষ্ট গণতন্ত্র বিশ্বাসী মানুষ ছিলেন। এখন যে একটা ট্রানজিট সময় চলছে, গণতন্ত্রের উত্তরণের যে পথ তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি।
আমি ব্যক্তিগতভাবে আমার একজন বিশিষ্ট সুরিত কে হারিয়েছি। দেশ হারিয়েছে একজন দেশ প্রেমিক মানুষকে। তিনি বলেন, আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আরিফ সাহেবের চলে যাওয়ার যে শূন্যতা তা সহজে পূরণ হবার নয় বলে আমি মনে করি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। সংস্কার কাজ চলছে এর কোনো বেহত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, এটা চলছে, চলবে। এতে কোন অসুবিধা হবে না।