হাসিনাকে ফিরিয়ে এনে নাটোরে বিচার করতে হবে: দুলু

- আপডেট সময় : ০৫:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এ্যাড, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশের মটিতে তার বিচার করতে হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) নাটোরে বিএনপি অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, এ্যাড রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এদিন নাটোর আলাইপুর বিএনপি কার্যালয়ের সামনে সদস্য সচিব জেলা বিএনপি নাটোর মোঃ রহিম নেওয়াজ এর সভাপতিত্বে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুলু বলেন, ২০০৮ সালে তিনি নির্বাচিত হয়ে ক্ষমতায় যেতে পারেননি। সেটা ছিলো ষড়যন্ত্র। ২০১৮ সালে নির্বাচন হয়নি। আর ২০২৪ সালে ডামি নির্বাচন করে ক্ষমতায় এসেছেন। এভাবে ক্ষমতায় টিকে থাকা যায় না।
বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে তারা হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অবিলম্বে তিনি আটক সকল নেতাকর্মীর মুক্তি ও তাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান।
অবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম প্রমুখ।
অবস্থান কর্মসূচি অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন যুগ্ম আহবায়ক জেলা বিএনপি নাটোর মোঃ ফরহাদ আলী দেওয়ান শাহীন।
দুলু আরো বলেন, ভারতের অপরাধী বাংলাদেশে আটক হলে, তাকে ভারতে পাঠানো হয়, বাংলাদেশের অপরাধী ভারতে আটক হলে তাকে বাংলাদেশে পাঠানো হয়। তাহলে ছাত্র আন্দোলনের গণহত্যা নায়ক শেখ হাসিনাকেও ফেরত পাঠানোর দাবি জানান দুলু।
হাসিনাকে দ্রুত দেশে ফেরত ফিরিয়ে এনে জাতির সামনে বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। নাটোরের মাটিতে বিএনপির আমলে কোন সন্ত্রাস চাঁদাবাজী হয়নি। নাটোরের মাটিতে কোন হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজী করতে দেওয়া হবে না।
নাটোরের মাটিতে আওয়ামীলীগকে কোথাও কোন কর্মসূচি পালন করতে দেওয়া হবেনা।