ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

হিটস্ট্রোকে বাংলাদেশে ৭ জনের মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

হিটস্ট্রোকে বাংলাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তীব্র দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েচে। জারি রয়েছে হিট অ্যালাইর্ট। এরই মধ্যে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বেরুনো নিষেধ করা হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. উত্তর বড়ুয়া বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত ঘরে থাকা উচেৎ। কাজের প্রয়োজনে বাইরে গেলে ছাড়া, পানির বোতল এমন কি খাবার স্যালাইন রাখাও দরকার বলে মনে করেন তিনি। ঘরে থাকলেও পর্যপ্ত পানি পানের পরামর্শ রয়েছে বিশেষ এই চিকিৎসকের।

বাংলাদেশে বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে চলেছে। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকার কথা জানান আবহাওয়া অফিস।

বাংলাদেশে হিটস্ট্রোকে ২৪ ঘণ্টায় মোট ৭জন মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দু’জন, মেহেরপুরে একজন, নরসিংদীর মাধবদীতে একজন, শরীয়তপুরে একজন, ঝালকাঠি ও সিলেটে একজন মারা গিয়েছেন।
দুর্বিষহ গরমে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

রোববার (২১ এপ্রিল) বিভিন্ন এসব ব্যক্তি মারা গিয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২) মারা গিয়েছেন। এদিন বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।


অপর দিকে মেহেরপুরের গাংনীতে হিটস্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শিল্পী খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, শিল্পী খাতুনের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সাফকাত জামিল ইবান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিন দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে শেখেরচর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

শরীয়তপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তার বাড়ি চৌকিদার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার আফজালের মৃত্যুর বিষয়টি হিটস্ট্রোকে হবার কথা জানান।

সিলেটের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে এক রিকশাচালকের মারা গেছেন। দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান সংবাদমাধ্যমকে বলেন, দুপুর ১২টার নাগাদ অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হিটস্ট্রোকে বাংলাদেশে ৭ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪

 

হিটস্ট্রোকে বাংলাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। তীব্র দাবদাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েচে। জারি রয়েছে হিট অ্যালাইর্ট। এরই মধ্যে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বেরুনো নিষেধ করা হয়েছে।

বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. উত্তর বড়ুয়া বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত ঘরে থাকা উচেৎ। কাজের প্রয়োজনে বাইরে গেলে ছাড়া, পানির বোতল এমন কি খাবার স্যালাইন রাখাও দরকার বলে মনে করেন তিনি। ঘরে থাকলেও পর্যপ্ত পানি পানের পরামর্শ রয়েছে বিশেষ এই চিকিৎসকের।

বাংলাদেশে বিভিন্ন জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে চলেছে। আরও কয়েকদিন এমন পরিস্থিতি থাকার কথা জানান আবহাওয়া অফিস।

বাংলাদেশে হিটস্ট্রোকে ২৪ ঘণ্টায় মোট ৭জন মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে দু’জন, মেহেরপুরে একজন, নরসিংদীর মাধবদীতে একজন, শরীয়তপুরে একজন, ঝালকাঠি ও সিলেটে একজন মারা গিয়েছেন।
দুর্বিষহ গরমে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ।

রোববার (২১ এপ্রিল) বিভিন্ন এসব ব্যক্তি মারা গিয়েছেন।

দিনাজপুরের ফুলবাড়ীতে হিটস্ট্রোকে সাবেক পৌর কাউন্সিলর মোতাহার আলী (৫৮) এবং যশোর কোতোয়ালি থানা এলাকার রাজারহাট গ্রামের ট্রাকচালক বিল্লাল হোসেন (৫২) মারা গিয়েছেন। এদিন বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান।


অপর দিকে মেহেরপুরের গাংনীতে হিটস্ট্রোকে শিল্পী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শিল্পী খাতুন রুয়েরকান্দি গ্রামের আবু তাহেরের স্ত্রী।

মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান বলেন, শিল্পী খাতুনের মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা সেটা নিশ্চিত করতে ইউএনও এবং স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নরসিংদীর মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সাফকাত জামিল ইবান (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিন দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে শেখেরচর বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।

শরীয়তপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হারুন চৌকিদার (৪৩) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তার বাড়ি চৌকিদার নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ন মাদবরকান্দি।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামে মো. আফজাল তালুকদার (৪৫) নামের এক যুবক হিটস্ট্রোকে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় পল্লী চিকিৎসক দিলীপ চন্দ্র হাওলাদার আফজালের মৃত্যুর বিষয়টি হিটস্ট্রোকে হবার কথা জানান।

সিলেটের দক্ষিণ সুরমায় হিটস্ট্রোকে এক রিকশাচালকের মারা গেছেন। দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। রিকশাচালকের পরিচয় পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান সংবাদমাধ্যমকে বলেন, দুপুর ১২টার নাগাদ অজ্ঞাত পরিচয়ের রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।