১৮ মাইল থেকে কয়রা পাইকগাছা সড়ক মেরামতে নাগরিক ফোরামের মানববন্ধন

- আপডেট সময় : ৩২ বার পড়া হয়েছে
কয়রা-পাইকগাছা হতে ১৮ মাইল পর্যন্ত চলাচলের প্রধান ও একমাত্র সড়কটির উন্নয়নের নামে দীর্ঘদিন যাবত ফেলে রাখায় সড়কের বিভিন্ন জায়গায় খানা খন্দকে পরিণত হয়েছে। এমনকি গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিতে সড়কে চলাচলের অনুপযোগী হয়ে বাস চলাচলও বাধ্য হয়ে বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ঠ বাস মালিক সমিতি। গতকাল শনিবার (১৬ আগষ্ট) সড়কে চলাচলে সীমাহীন দুর্ভোগের মুখে সড়কটি দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক ফোরামের আয়োজনে কয়রা চাদআলীতে সকাল ১১টায় উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এস এম রফিকুল ইসলাম রফিক, নাগরীক নেতা এ্যাডভোকেট মোঃ সারোয়ার মাহবুব, বাংলাদেশ কেন্দ্রীয় প্রেসক্লাবের সদস্য
আঃ মজিদ সাংবাদিক, নাগরিক ফোরামের মোঃ নজরুল ইসলাম, বিএল কলেজের ছাত্র নেতা হাসান আল ছাহাব, আঃ রশিদ, সিরাজুল ইসলাম, ইয়াছিন হাবিব, জামাল ফারুক, জিনারুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বহু বছর ধরে অবহেলিত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের নামে ফেলে রাখায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অবিলম্বে সড়কটি উন্নয়ন কাজ শেষ করার ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ঠ দপ্তরের প্রতি দাবি জানান। অন্যথায় আগামী দিনে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে ।