ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১১ জেলে উদ্ধার

মনির হোসেন
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ‘’এফবি ফাতেমা’’ এর ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড গত মঙ্গলবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ অক্টোবর শুক্রবার লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা হতে ‘’এফবি ফাতেমা’’ নামক একটি ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর বোটটি গত ১ নভেম্বর মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, আজ দুপুর সাড়ে ১২ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্র্যান্ডে কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১১ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধারকৃত ১১ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১১ জেলে উদ্ধার

আপডেট সময় :

৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ‘’এফবি ফাতেমা’’ এর ১১ জন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড গত মঙ্গলবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৩১ অক্টোবর শুক্রবার লক্ষীপুরের রামগতি মাঝঘাট এলাকা হতে ‘’এফবি ফাতেমা’’ নামক একটি ফিশিং বোট ১১ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর বোটটি গত ১ নভেম্বর মধ্যরাতে যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে ৪ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে। ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর, আজ দুপুর সাড়ে ১২ টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নাম্বার ১৬১১১ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, ৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় কোস্ট গার্ড জাহাজ পোর্টে গ্র্যান্ডে কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১১ জন জেলেসহ বিকল হওয়া বোটটিকে নিরাপদে উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। উদ্ধারকৃত ১১ জন জেলেসহ ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, আর্তমানবতার সেবায় বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।