৬ দিন অনশনের পর স্ত্রীর স্বকৃীত মিলল সুইটির
																
								
							
                                - আপডেট সময় : ৯২ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কু্র্শানগর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে টানা ৬দিন প্রেমিকার তানিয়া আক্তার সুইটির অনশনের পর স্ত্রীর স্বীকৃতি মিললো। গত রোববার দৈনিক গণমুক্তি পত্রিকায় ” স্ত্রীর স্বীকৃতির দাবীতে স্বামীর বাড়িতে তিনদিন যাবত নারীর অনশন ” শিরোনামে সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচিত হয়। সংবাদটি ছড়িয়ে পরলে সকলের নজরে আসার পর গত মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েক আইনজীবী ও গ্রামবাসীর উপস্থিতিতে তানিয়া আক্তার সুইটি ও কবির খানের বিবাহ সম্পূর্ণ হয়।
সুইটির পিতা নূরুল ইসলাম বলেন, আমি দৈনিক গণমুক্তি পত্রিকা’র কাছে কৃতজ্ঞ। আপর পর তা সনাদের পত্রিকায় সুইটির অনশনের খবর প্রকাশেকলের নজরে আসে। আলহামদুলিল্লাহ মেয়ে এখন কবিরের স্ত্রীর স্বকৃীত পেয়েছে। সকলেই তাদের জন্য দোয়া করবেন। এখন সে তার স্বামী কবির খানের ঘরে আছে।
সুইটির মা শাহনাজ পারভীন বলেন, আমার মেয়ে কবির খানের স্ত্রীর স্বকৃীত পেয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় ১৫ লক্ষ টাকা কাবিনে গ্রামবাসী তাদের বিয়ে দিয়েছে।
তানিয়া আক্তার সুইটির স্বামী কবির খানের মুঠোফোনে যোগাযোগ করলে,তিনি বলেন সুইটিকে আমি বিয়ে করেছি, এই কথা বলে সে ফোন কেটে দেয়।
																			
















