অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিলেন সুপ্রিম কোর্ট
- আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্তির পর রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে মতামত দিয়েছেন সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মত দেন। শুক্রবার (৯ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। ফলে সংসদ না থাকা অবস্থায় অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা যায় কিনা, এ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ অন্তর্র্বতীকালীন সরকার গঠনের পক্ষে মত দেন ও রুলিং ইস্যু করেন।
জানা গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে বলেন, সংসদ না থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা যেতে পারে।
আপিল বিভাগের এই মতামত পাওয়ার পর বৃহস্পতিবার রাতে উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।