অমর একুশে বইমেলার পর্দা নামবে ২ মার্চ
- আপডেট সময় : ০৮:২৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৩৬২ বার পড়া হয়েছে
প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী অমর একুশে বইমেলা চলবে ২ মার্চ পর্যন্ত।
এবারে অধিবর্ষ হওয়ায় চলতি বছর ফেব্রুয়ারি মাস ২৯ দিনের। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মাসব্যাপী বইমেলা শেষ হবার কথা ছিল।
কিন্তু পর দিন শুক্র ও শনিবার সরকারী ছুটি। ছুটির দিনগুলো এমনিতেই মেলায় লোকসমাগম বেশি হয় এবং সেই সঙ্গে বিক্রিও বাড়ে।
এমন এক সময় সুখবরটা এলো, যখন প্রকাশক, পাঠক এবং লেখন সবার মন ভারাক্রান্ত। টানা একমাসের মিলনমেলায় ভাঙনের সুর। মঙ্গলবার রাতেই বাংলা একাডেমির মহাপরিচাল মুহম্মদ নূরুল হুদা সংবাদমাধ্যমকে জানালেন, শেলা দুই দিন বেড়ে ২ মার্চ পর্যন্ত চলবে। মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতেই মেলার মেয়াদ আরও দু’দিন অর্থাৎ শুক্র ও শনিবার বাড়ানো হলো। এবছর অমর একুশে মেলার পর্দা নামছে ২ মার্চ।
বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা সংবাদমাধ্যমকে জানান, বাংলা একাডেমি প্রকাশকদের আবেদন নিয়মানুযায়ী সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছিল।
প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে মেলার মেয়াদ দুই দিন বাড়ানোর অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে বইমেলা চলবে আগামী শনিবার ২ মার্চ পর্যন্ত।