সংবাদ শিরোনাম ::
অর্থ পাচার: আরিফুর রহমান দোলন কারাগারে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ৬৪২ বার পড়া হয়েছে
দুই হাজার কোটি টাকা পাচার মামলায় মোহাম্মাদ আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আস-সামছ জগলুল হোসেন এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার এ মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য দিনে দোলন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে দোলনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আগামী ২২ এপ্রিল মামলার অভিযোগপত্র গ্রহণ করে মামলা বিচারের জন্য আমলে নেবার দিন ধার্য করেন।

























