ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

অস্ত্রসহ ৫ ভারতীয় গরু পাচারকারীকে আটক করেছে বিজিবি

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

অস্ত্রসহ ৫ ভারতীয় গরু পাচারকারীকে আটক করলো বাংলাদেশের বিজিবি জোয়ানরা। ঘটনা গত রোববার। এদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদী দিয়ে নৌকায় করে গরু পাচারকালে অস্ত্রসহ ৫ ভারতীয়কে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

এই ঘটনায় বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু তারপরও আটককৃতদের ফিরিয়ে দেওয়া হয়নি।
বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। এ ঘটনায় রীতিমতো বিস্মিত তারা।

আটক ভারতীয় চোরাকারবারিরা হচ্ছে, মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭), মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)। ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান এসব তথ্য জানান।

এদিকে মঙ্গলবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত রোববার ও সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীদের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ।

বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, গত ১৭ আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য পাঁচজন লোককে ভাড়া করেছিলেন ১১৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ত্রসহ ৫ ভারতীয় গরু পাচারকারীকে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

 

অস্ত্রসহ ৫ ভারতীয় গরু পাচারকারীকে আটক করলো বাংলাদেশের বিজিবি জোয়ানরা। ঘটনা গত রোববার। এদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদী দিয়ে নৌকায় করে গরু পাচারকালে অস্ত্রসহ ৫ ভারতীয়কে আটক করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

এই ঘটনায় বিজিবির সঙ্গে কয়েক দফা পতাকা বৈঠক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কিন্তু তারপরও আটককৃতদের ফিরিয়ে দেওয়া হয়নি।
বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা। এ ঘটনায় রীতিমতো বিস্মিত তারা।

আটক ভারতীয় চোরাকারবারিরা হচ্ছে, মুর্শিদাবাদ এলাকার রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), বাইতুল হলদারের ছেলে রনি মহালদার (১৭), মৃত রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮) ও মেনাউলের ছেলে ওলিল মহালদার (১৮)। ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ জামান এসব তথ্য জানান।

এদিকে মঙ্গলবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত রোববার ও সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক হলেও আটক ভারতীদের ফেরত দিতে রাজি হয়নি বাংলাদেশের কর্তৃপক্ষ।

বিএসএফের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, গত ১৭ আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা গবাদি পশু উদ্ধারের জন্য পাঁচজন লোককে ভাড়া করেছিলেন ১১৫ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা।