ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

আন্দোলনকারী আনসার: উর্দীর আড়ালে সংগঠিত এক গুন্ডা বাহিনী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিশেষ প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনঘটে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে যান ভারতে। দেশে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে যাত্রা করে এক নতুন বাংলাদেশ। বিশ্ব সমর্থন জানায় ড. ইউনূসকে। আন্তর্জাতিক দাতা সংস্থার তরফে ঘোষণা আসে বাংলাদেশকে সহায়তা করার। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ন ইউনিয়ন, যুক্তরাজ্য, জাতিসংঘ থেকে শুরু করে সবাই বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়। যা কিনা এতোটা অল্পসময়ে ৫৩ বছরের বাংলাদেশের নজির।

এমন একটা পরিস্থিতিতে বিভিন্ন সংস্থায় আউটসোর্সিং করছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামে। আন্দোলনকারী এসব সংগঠনের ব্যানারে বহিরাগত দুষ্কৃতিকারীরাও মাঠে এবং তারা আন্দোলনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। আনসারের পোশাকের আড়ালে কারা এই সংগঠিত দুষ্কৃতি? তাদের চিহ্নিত করার দাবি তোলেন সাধারণ মানুষ।

আসনারদের আন্দোলনে নামিয়ে দিয়ে পতিত স্বৈরাচারের দোসরা পোশাকের আড়ালে আন্দোলনে নামে। যার প্রমাণ মেলে আনসারদের সচিবালয় ঘেরা কর্মসূচীকে কেন্দ্র করে। এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে জোড়পূর্বক প্রবেশ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। আনসারের পোশাক পরিহিত এসব সদস্যে সঙ্গে অনেক বহিরাগত দুষ্কৃতিকারীরা থাকার কথা আনসার সদস্যরাই স্বীকার করেন। কারা এই বহিরাগত? বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে থাকা অন্যান্য সংগঠনের সঙ্গেও দুষ্কৃতিকারীরা মিশে আছে! এদের চিহ্নিত করার দাবিও ওঠেছে।

যা বলেন আনসারের ডিজি

আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাকে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। আনসারের পোশাক নিয়ে অন্যরা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। রোববার রাতে এক বার্তায় এমন বিস্ফোরক বক্তব্য আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহরুদের তরফে। তিনি আরও পরিষ্কার বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধও জানিয়েছেন আনসারের ডিজি।

সচিবালয়ের সামনে একজন শিক্ষার্থীকে রাস্তায় ফেলে এমনি ভাবে মারধর করছে আসনারের পোষাক পড়া দৃুস্কিৃতিকারী ছবি সংগ্রহ 

রোববার বেলা আড়াইটার দিকে আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলনরত আনসার প্রতিনিধিদের নিয়ে বসে বাধ্যতামূলক ছুটি বাতিলের দাবিটি তাৎক্ষণিক মেনে নিয়ে, সেখানেই প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আনসার আন্দোলনের সমন্বয়করা। আলোচনার সময় আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী এবং উগ্র মানসিকতার কিছু উসকানিদাতা আছে বলে জানান তারা।

এ সময় আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায়। সারাদেশেও আন্দোলন স্থগিত করেন তারা। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে আরেকটি অংশ সচিবালয়ের গেটগুলো অবরুদ্ধ করে রাখে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাংবাদিককে মারধর

সচিবালয় এলাকায় রোববার রাত সাড়ে নয়টা নাগাদ আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হন ঢাকা আসিফ হাওলাদার। তিনি প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সচিবালয়ের সামনে দুই পক্ষের এই সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন। এসময় সচিবালয় এলাকায় পেশাগত দায়িত্বপালন করছিলেন আসিফ। পরিচয় দেওয়ার পরও একদল উত্তেজিত আনসার সদস্য তাকে মারধর করে। আহত আসিফ রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্দোলনকারী আনসার: উর্দীর আড়ালে সংগঠিত এক গুন্ডা বাহিনী!

আপডেট সময় : ০১:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪

 

বিশেষ প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পতনঘটে। ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে পালিয়ে যান ভারতে। দেশে গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। যার প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে যাত্রা করে এক নতুন বাংলাদেশ। বিশ্ব সমর্থন জানায় ড. ইউনূসকে। আন্তর্জাতিক দাতা সংস্থার তরফে ঘোষণা আসে বাংলাদেশকে সহায়তা করার। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ন ইউনিয়ন, যুক্তরাজ্য, জাতিসংঘ থেকে শুরু করে সবাই বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেয়। যা কিনা এতোটা অল্পসময়ে ৫৩ বছরের বাংলাদেশের নজির।

এমন একটা পরিস্থিতিতে বিভিন্ন সংস্থায় আউটসোর্সিং করছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামে। আন্দোলনকারী এসব সংগঠনের ব্যানারে বহিরাগত দুষ্কৃতিকারীরাও মাঠে এবং তারা আন্দোলনের বিশৃঙ্খলা সৃষ্টি করে। আনসারের পোশাকের আড়ালে কারা এই সংগঠিত দুষ্কৃতি? তাদের চিহ্নিত করার দাবি তোলেন সাধারণ মানুষ।

আসনারদের আন্দোলনে নামিয়ে দিয়ে পতিত স্বৈরাচারের দোসরা পোশাকের আড়ালে আন্দোলনে নামে। যার প্রমাণ মেলে আনসারদের সচিবালয় ঘেরা কর্মসূচীকে কেন্দ্র করে। এক পর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে জোড়পূর্বক প্রবেশ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে। আনসারের পোশাক পরিহিত এসব সদস্যে সঙ্গে অনেক বহিরাগত দুষ্কৃতিকারীরা থাকার কথা আনসার সদস্যরাই স্বীকার করেন। কারা এই বহিরাগত? বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মাঠে থাকা অন্যান্য সংগঠনের সঙ্গেও দুষ্কৃতিকারীরা মিশে আছে! এদের চিহ্নিত করার দাবিও ওঠেছে।

যা বলেন আনসারের ডিজি

আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়, তারা বহিরাগত। তারা আনসারের পোশাকে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। আনসারের পোশাক নিয়ে অন্যরা আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে। রোববার রাতে এক বার্তায় এমন বিস্ফোরক বক্তব্য আসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহরুদের তরফে। তিনি আরও পরিষ্কার বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধও জানিয়েছেন আনসারের ডিজি।

সচিবালয়ের সামনে একজন শিক্ষার্থীকে রাস্তায় ফেলে এমনি ভাবে মারধর করছে আসনারের পোষাক পড়া দৃুস্কিৃতিকারী ছবি সংগ্রহ 

রোববার বেলা আড়াইটার দিকে আনসার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলনরত আনসার প্রতিনিধিদের নিয়ে বসে বাধ্যতামূলক ছুটি বাতিলের দাবিটি তাৎক্ষণিক মেনে নিয়ে, সেখানেই প্রেস ব্রিফিং করে আন্দোলন স্থগিত ঘোষণা করেন আনসার আন্দোলনের সমন্বয়করা। আলোচনার সময় আন্দোলনের ভেতরে অনুপ্রবেশকারী এবং উগ্র মানসিকতার কিছু উসকানিদাতা আছে বলে জানান তারা।

এ সময় আন্দোলন স্থগিত করে সাধারণ আনসারদের মূল অংশটি চলে যায়। সারাদেশেও আন্দোলন স্থগিত করেন তারা। কিন্তু সন্ধ্যা ৬টা থেকে আরেকটি অংশ সচিবালয়ের গেটগুলো অবরুদ্ধ করে রাখে এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ধাওয়া দিলে আনসার সদস্যরা পালিয়ে যায়। একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সাংবাদিককে মারধর

সচিবালয় এলাকায় রোববার রাত সাড়ে নয়টা নাগাদ আনসার সদস্যদের বেধড়ক মারধরের শিকার হন ঢাকা আসিফ হাওলাদার। তিনি প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। চাকরি জাতীয়করণের দাবিতে দিনভর সচিবালয় ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ান আনসার সদস্যরা। সচিবালয়ের সামনে দুই পক্ষের এই সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন। এসময় সচিবালয় এলাকায় পেশাগত দায়িত্বপালন করছিলেন আসিফ। পরিচয় দেওয়ার পরও একদল উত্তেজিত আনসার সদস্য তাকে মারধর করে। আহত আসিফ রাতে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে আছেন।