ঈদের লম্বা ছুটিতে কক্সবাজার-কুয়াকাটায় অধিকাংশ হোটেল বুকিং
- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪ ৩১৫ বার পড়া হয়েছে
এবারের ঈদুল ফিতরে লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ। ঈদ উপলক্ষ্যে এরই মধ্যে পর্যটন কেন্দ্রগুলো সাজিয়ে তোলা হয়েছে। কক্সবাজার ও কুয়াকাটার অধিকাংশ হোটেল এরই মধ্যে বুকিং হয়ে গিয়েছে। এবারে ঈদে লম্বা ছুটির কারণে পর্যটন কেন্দ্রগুলোতে চাপ পড়বে।
ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন সার্ভিস চালু এবং ভাড়া কম হওয়ায় কক্সবাজার ঘুরে বেড়ানো অনেকের নাগালে। একারণে পরিবার নিয়ে বেড়ানোর প্রথম পছন্দের জায়গা কক্সবাজার। ঢাকা-কক্সবাজার সরাসরি চলাচলকারী পর্যটন ট্রেনের টিকিট আগেই বুকিং সম্পন্ন।
কুয়াকাটা সানফ্লাওয়ার হোটেলের ম্যানেজার মোখলেছুর রহমান গণমুক্তিকে বলেন, তাদের অধিকাংশ রুম বুকিং হয়েছে। এবারের ঈদে লম্বা ছুটি হওয়ায় পর্যটকের ভিড় বাড়বে কুয়াকাটায়। তাছাড়া ঢাকা বা যে কোন প্রান্ত থেকে কুয়াকাটা যাতায়তে সুবিধা হওয়ায় যে কোন পার্বনে কুয়াকাটায় পর্যটকের আগমন ঘটে।
অপর দিকে পৃথিবীর অন্যতম সমুদ্র সৈকত কক্সবাজার ঘিরে গোটা দেশের মানুষ কক্সবাজার ঘিরেই বেড়ানোর পরিকল্পনা করে থাকেন। এবারের ঈদের ছুটিতেও গোটা পরিবার নিয়ে কক্সবাজার ঘুরে আসার ইচ্ছে রয়েছে অনেকের। এক্ষত্রে কক্সবাজারের হোটেল-মোটেল সাজিয়ে তোলা হচ্ছে। হাজারো পর্যটককে স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার।
কক্সবাজার-কুয়াকাটা নয়, দেশের অন্যান্য স্থানেও যে সব দর্শনীয় স্থান রয়েছে, সেখানেও পর্যটকের ভিড় হবার আশা করছেন সংশ্লিষ্টরা। বৃহত্তর সিলেটের শ্রীমঙ্গল, সিলেট, খাগড়া ছড়ি, রাঙামাটি, সুন্দরবনসহ বিভিন্ন স্থানে বেড়ানোর সুযোগ রয়েছে এবারের ঈদে।