উজানের ঢলে তলিয়ে গেছে সড়ক, সাজেকে আটকা ৭ শতাধিক পর্যটক
- আপডেট সময় : ০১:৩২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতের ঢলে তলিয়ে গেছে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক। একারণে পর্যটন স্পট রাঙামাটির সাজেকে প্রায় ৭ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
সেই সঙ্গে সাজেকে আটকা পড়েছে ছোট-বড় মিলে ১২৫ গাড়ি আটকা পড়ে। এ তথ্য জানিয়ে, সাজেক কটেজ মালিক যুগ্ম সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, মঙ্গলবার (২ জুলাই) সকালে বাঘাইছড়ি-বাঘাইহাট সড়ক উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে।
সোমবার (১ জুলাই) যেসব গাড়ি এসেছে তাদের সবাই সাজেকে অবস্থান করছে। পানি যেভাবে বাড়ছে তাতে আজ গাড়ি চলাচল করা সম্ভব হবে বলে মনে হয় না। সকালে খাগড়াছড়ি থেকেও কোনও গাড়ি সাজেকে প্রবেশ করতে পারবে না। যারা আছেন তাদের কোনও রুম ভাড়া দেওয়া লাগবে না। তারা শুধু পানির খরচ দিলেই হবে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যাতে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দি।
উপজেলায় ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হলেও এখনও কেউ আসেনি। আর বাঘাইহাট সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে পর্যটক আটকা পড়েছে। পানি না সরা পর্যন্ত কেউ বের হতে পারবে না।