উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না বিএনপি: রিজভী
- আপডেট সময় : ৩৭৪ বার পড়া হয়েছে
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি।
সোমবার (১৫ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটিই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত।
জনগণকে বিভ্রান্ত করতে ওবায়দুল কাদের মিথ্যাচার করছে বলেও অভিযোগ তোলেন রিজভী।
পাড়াড়ি সশস্ত্র সংগঠন কেএনএফকে নিয়ে ক্ষমতাসীনদের দুরভিসন্ধি রয়েছে মন্তব্য করে রিজভী বলেন, পাকিস্তান থেকে মুক্ত হয়ে ভারতের দাসত্ব করার জন্যে বাংলাদেশ স্বাধীন হয়নি।
জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন না জানলে, তা জানেন না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই মন্তব্যকে স্বাধীনতাবিরোধী বলে অ্যাখ্যায়িত করে রিজভী বলেন, কাদের মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে কলকাতায় বসে সিনেমা দেখেছেন। এখন হতাশা থেকে জিয়াউর রহমানকে নিয়ে মিথ্যাচার করছেন।
রিজভী বলেন, দেড় দশকে দেশে বেনজীর শ্রেণি গড়ে উঠেছে।
























