ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

এবারে ভারত থেকে নারকেল আমদানি

গণমুক্তি ডেস্ক
  • আপডেট সময় : ৬৩৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ভারত থেকে প্রতি মেট্রিক টন নারকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার

চাহিদা থাকায় প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হলো। এর আগে আলু, ডিমও আমদানির পর এবারে আসলো নারকেল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে ৫০ মেট্রিক টন নারকেল নিয়ে ভারতীয় দুটি ট্রাক বাংলাদেশে পৌছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রের খবর, হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত ট্রেডার্স এসব নারকেল আমদানি করেছে। তামিলনাড়ুর আনান্দান অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে রপ্তানি করেছে। ভারত থেকে প্রতি মেট্রিক টন নারকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার।

আমদানিকারক নুর ইসলাম জানান, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করেছেন তারা। আরও ছয় ট্রাক নারকেল আসছে। বন্দরের কার্যক্রম শেষে করে এসব নারকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

স্থলবন্দর উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী নারকেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবারে ভারত থেকে নারকেল আমদানি

আপডেট সময় :

 

ভারত থেকে প্রতি মেট্রিক টন নারকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার

চাহিদা থাকায় প্রথমবারের মতো ভারত থেকে নারকেল আমদানি করা হলো। এর আগে আলু, ডিমও আমদানির পর এবারে আসলো নারকেল। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভারতের মহারাষ্ট্রের তামিলনাড়ু থেকে ৫০ মেট্রিক টন নারকেল নিয়ে ভারতীয় দুটি ট্রাক বাংলাদেশে পৌছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন সূত্রের খবর, হিলি স্থলবন্দরের মেসার্স নাশাত ট্রেডার্স এসব নারকেল আমদানি করেছে। তামিলনাড়ুর আনান্দান অ্যান্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে রপ্তানি করেছে। ভারত থেকে প্রতি মেট্রিক টন নারকেল আমদানিতে খরচ পড়েছে ২৫০ ডলার।

আমদানিকারক নুর ইসলাম জানান, বাংলাদেশে নারকেলের চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে ৫০ মেট্রিক টন নারকেল আমদানি করেছেন তারা। আরও ছয় ট্রাক নারকেল আসছে। বন্দরের কার্যক্রম শেষে করে এসব নারকেল দেশের বিভিন্ন স্থানে পাঠানো হবে।

স্থলবন্দর উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী নারকেল আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।