এবারে মালিবাগে হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
- আপডেট সময় : ০৫:০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে
ঢাকার মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, হান্নানের শরীরে ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
দগ্ধদের মধ্যে আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)। এর মধ্যে হান্নানের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২০ মার্চ) সন্ধ্যার পর এ বিস্ফোরণের ঘটনা।
পরে দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধ মারুফ জানান, তারা তিন জন হোটেলের কর্মচারী। সন্ধ্যার দিকে কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, দগ্ধ তিন জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।
দগ্ধ হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার চড় মাইনকা গ্রামে।