এমপি আজিম হত্যা, গোয়েন্দা জালে শিলাস্তি নামের সুন্দরী তরুণী
- আপডেট সময় : ০৪:৩৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
ইতোমধ্যে হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থি দল পূর্ব বাংলা
কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ তিন জনকে আটক করা হয়েছে
গোয়েন্দা জালে শিলাস্তি নামের সুন্দরী তরুণী
ভারতের কতজন জড়িত তার তথ্য এখনও মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এমপি আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ভারতের কতজন জড়িত তার কোন তথ্য এখন মেলেনি। দুই দেশের গোয়েন্দারা তা খুঁজে বের করবেন। প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবেন। হত্যা রহস্য ও হত্যাকারীদের প্রায় সবাই চিহ্নিত। এখন শুধু ঘোষণার বাকি। বৃহস্পতিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন সংসদ সদস্য খুন হয়েছেন। সরকার খুব গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে। তদন্ত বাধাপ্রাপ্ত হয়, এমন কোনও তথ্য বলার সুযোগ নেই। এরমধ্যে ভারতের কেউ হত্যায় জড়িত কিনা তার তদন্ত হচ্ছে। মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা যাচ্ছে না।
এর আগে বুধবার (২২ মে) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সূত্র সংবাদমাধ্যমকে জানায়, ঝিনাইদহ-৪ আসনের সরকারদলীয় এমপি আনোয়ারুল আজীম আনার হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ছিল তারই ছোটবেলার বন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন! এই হত্যার পরিকল্পনা করে তা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল আরেক বন্ধু ও চরমপন্থি নেতা আমানুল্লাহ আমানকে।
কলকাতায় বসে হত্যার চূড়ান্ত ছক এঁকে বাংলাদেশে চলে আসে শাহীন। আমানসহ ৬জন মিলে এমপি আজীমকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মরদেহ কেটে টুকরো টুকরো করে ট্রলিব্যাগের মাধ্যমে অজ্ঞাত স্থানে নিয়ে ফেলা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ আলোচিত এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করেছে। তদন্ত সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, ইতোমধ্যে হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া চরমপন্থি দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানসহ তিন জনকে আটক করা হয়েছে।