কলকাতায় এমপির খুনীকে ফেরাতে নেপালে গেলো ঢাকার গোয়েন্দা
- আপডেট সময় : ০৭:১৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
কলকাতায় এমপি আজিম খুনের আসামী পালিয়ে নেপাল গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। সিয়াম নামের খুনিকে ফেরাতে শনিবার নেপালে গেলেন ঢাকার গোয়েন্দা দল। ঢাকার গোয়েন্দা প্রধান হারুন-অর রশিদ জানান, ইন্টারপোলকে ইতোমধ্যে তারা চিঠি দিয়েছেন। কাঠমান্ডু পুলিশের সাথে তথ্য আদান-প্রদান চলছে।
এ হত্যাকান্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ঢাকার গোয়েন্দারা। হারুন অর রশিদ জানান, এমপি হত্যার মাস্টারমাইন্ড শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছে। হত্যাকান্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিদেরও নেপালে যাওয়ার আশঙ্কা করছেন। ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী কাঠমান্ডুকে ব্যবহার করছে বলেও সাংবাদিকদের জানান হারুন।
এমপি আনার হত্যাকান্ডে জড়িত কেউ কাঠমান্ডু থাকতে পারে। আবার কেউ সেখান থেকে অন্য দেশে চলে যেতে পারে। আগেও সন্ত্রাসীরা নেপালে পালিয়ে থেকেছে। অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসেবে ব্যবহার করে সেখানে থাকে।এমপি আনোয়ারুল আজীম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনও কাঠমান্ডুর মাটি ব্যবহার করে অন্য দেশে চলে যাবার কথা জানান ঢাকার গোয়েন্দা প্রধান হারুন। আর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, এমপি আজিম হত্যাকান্ড সংঘটিত হয়েছে ভারতে, মামলাও হয়েছে সেখানে। তদন্তও হবে ভারতে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকান্ডে জড়িত একজন পালিয়ে নেপাল গিয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমরা গ্রহণ করেছি। আমরা এখনও সুনিশ্চিত বলতে পারছি না যে, এমপি আনোয়ারুল আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কোথায় আছেন!