কলকাতার ফ্ল্যাট থেকে বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৩০১ বার পড়া হয়েছে
কয়েক দিন আগে ভারতে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজ হন বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ।
কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে তার মরদেহ উদ্ধার হয়। দুজনকে আটক করা হয়েছে। বুধবার (২২ মে) কলকাতার বাংলাদেশ উপদূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২২ মে) দুপুরে ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পরিকল্পিতভাবেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে বাংলাদেশ পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ সূত্র জানায়, সঞ্জিভা গার্ডেনের ওই ফ্ল্যাটে সেখানে রক্তের দাগ ও অন্যান্য প্রমাণ রয়েছে। ঘটনাস্থলে কলকাতা সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদি সাংবাদিকদের বলেছেন, যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড হয়েছে, সেই ফ্ল্যাটের মালিকের নাম সঞ্জীব রায়।
তিনি পশ্চিমবঙ্গের শুল্ক দপ্তরের কর্মকর্তা। আখতারুজ্জামান নামের একজন মার্কিন নাগরিককে ফ্ল্যাটটি ভাড়া দিয়েছিলেন সঞ্জীব রায়। তার সঙ্গে ভিকটিম বা অভিযুক্তদের কী সম্পর্ক কলকাতা পুলিশ সেটি খুঁজছে।
সিসিটিভি ফুটেজে পুলিশ যে তথ্য পায় তাহলো, গত ১৩ মে এমপির সঙ্গে সঞ্জিভা গার্ডেন ফ্ল্যাটে তিনজন ঢুকেন। তারা পরবর্তী তিন দিনে পৃথকভাবে ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন। সিসিটিভি ফুটেজে বলছে, গত ১৫ মে একজন, ১৬ মে আরেকজন এবং ১৭ মে অপর একজন ফ্ল্যাট থেকে বের হয়েছেন। তিনজনের মধ্যে একজন নারীও ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, ১২ মে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।
আনোয়ারুল আজিম আনারের পৈতৃক বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের মধুগঞ্জ বাজার এলাকায়। তিনি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে তিনি এমপি নির্বাচিত হন।