ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : ৩২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। গত বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
বাংলাদেশ জাসদের সদর উপজেলা শাখার সভাপতি শামুস কিবরিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে বাংলাদেশ জাসদ সমতা, গণতন্ত্র, ন্যায় বিচারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কল্যাণমুখী রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রেখে জুলাই সনদ পাশ না করলে জনগণ তা মানবে না। তিনি অনতিবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনী তফসিল ঘোষণা দাবি জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়। সভায় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, আতিকুল পাটোয়ারী বিকম, আনছার আলী মিঠুন,নীতিশ কুমার রায়, সাজ্জাদ হোসেন ভুট্টো, হায়দারসহ জেলা উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পঞ্চগড়ে বাংলাদেশ জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীর সভা

কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সংগ্রাম চলবেই

আপডেট সময় :

বাংলাদেশ জাসদের ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। গত বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার সেখানে এসে শেষ হয়।
বাংলাদেশ জাসদের সদর উপজেলা শাখার সভাপতি শামুস কিবরিয়া প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি অধ্যাপক এমরান আল আমিন বলেন, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে বাংলাদেশ জাসদ সমতা, গণতন্ত্র, ন্যায় বিচারের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কল্যাণমুখী রাষ্ট্র গড়ে না ওঠা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই। মুক্তিযুদ্ধের মূল চেতনাকে সমুন্নত রেখে জুলাই সনদ পাশ না করলে জনগণ তা মানবে না। তিনি অনতিবিলম্বে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনী তফসিল ঘোষণা দাবি জানান।
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়। সভায় সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন, আতিকুল পাটোয়ারী বিকম, আনছার আলী মিঠুন,নীতিশ কুমার রায়, সাজ্জাদ হোসেন ভুট্টো, হায়দারসহ জেলা উপজেলা শাখার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।