কুমিল্লায় শিক্ষার্থীদের গণমিছিলে গুলিবিদ্ধ ৮
- আপডেট সময় : ০৫:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় শিক্ষার্থী ও সাংবাদিক দেখলেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মারধর ছাড়াও বিক্ষোভ মিছিল লক্ষ্য করে গুলি করতে দেখা গেছে। ৮ জন গুলিবিদ্ধ ও প্রায় ২৫ জন এর বেশি শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
অপর একটি সূত্র জানায়, গুলিবিদ্ধ ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৩ আগস্ট) কুমিল্লা জিলা স্কুল থেকে শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে বের হয়ে শহরের কান্দিরপার মোড়ে আসার চেষ্টা করলে এ মারধর শুরু করে ক্ষমতাসীন দলের কর্মীরা।
শনিবার (৩ আগস্ট) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের গান, কবিতা আবৃত্তি ও স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরের কান্দিরপাড় এলাকায় যেতে চাইলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ধাওয়া দেয়।
স্থানীয় কুমিল্লার কাগজ পত্রিকার দুইজন সাংবাদিককে মারধর করে একজনের ফোন নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনকারী নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে চড়-থাপ্পড় ও লাঠি পেটা করে।
এরপর টাউনহল মোড় থেকে টমসম ব্রিজ রোডের সিএনজি স্টেশন, ভিক্টোরিয়া কলেজ গেইট, রাজগঞ্জ মোড়, জিলা স্কুল গেইটসহ বিভিন্ন গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে শর্টগান, রামদা, লাঠি নিয়ে মহড়া দেয় এবং শিক্ষার্থী-সাংবাদিক দেখলেই মারধর ও হুমকি-দেয়।
শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
৮ জন গুলিবিদ্ধ (ছররা গুলি) হবার কথা জানান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী।