কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করার ঘোষণা বাণিজ্য প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাজারে কেউ যেনো কোন ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে, সেজন্য দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে অর্থনৈতিক ভঙ্গুর দেশকে সমৃদ্ধশালী করতে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার। বুধবার ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদপ্তরকে আরো শক্তিশালী করা হবে। বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রেখে উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম যৌক্তিক হতে হবে।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সওদাগর মুস্তাফিজুর রহমান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডা. ফারহানা আইরিশসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।