ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ক্ষমতার ক্ষমতালোভ আ’লীগকে হিংস্র করে তুলেছে: মির্জা ফখরুল

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী লীগ সরকারকে আরও হিংস্র করে তুলেছে বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সারা দেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় জুলুম-নির্যাতন চালাচ্ছে।

মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বিএনপি মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণসহ আরও দু’জন যুবদল নেতাকে গ্রেপ্তার এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে ১৮ ফেব্রুয়ারি ঢাকার মুগদা এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যোয়। এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন, তারা জনগণের কল্যাণে বিশ্বাসী নয়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতেও তারা বিচলিত নয়। শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।

মহাসচিব বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে। দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্ষমতার ক্ষমতালোভ আ’লীগকে হিংস্র করে তুলেছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ৭ জানুয়ারির ডামি নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতালোভ আওয়ামী লীগ সরকারকে আরও হিংস্র করে তুলেছে বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগ সারা দেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় জুলুম-নির্যাতন চালাচ্ছে।

মঙ্গলবার দেওয়া বিবৃতিতে বিএনপি মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি নেতা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমেদ তায়েবুর রহমান হিরণসহ আরও দু’জন যুবদল নেতাকে গ্রেপ্তার এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান সাগরকে ১৮ ফেব্রুয়ারি ঢাকার মুগদা এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যোয়। এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মির্জা ফখরুল বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন, তারা জনগণের কল্যাণে বিশ্বাসী নয়। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্যের ঊর্ধ্বগতিতেও তারা বিচলিত নয়। শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন থামবে না।

মহাসচিব বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি রাখা হয়েছে। দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপি এবং অঙ্গ সংগঠনসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।