গণপূর্তের সেই নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মামলা অনুমোদন
- আপডেট সময় : ০৭:৪৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে প্রায় ২৬ লাখ নগদ টাকা, ১০ হাজার ডলার ও প্রায় এক কেজি সোনার গয়নাসহ ধরা পড়া পটুয়াখালী গৃহায়ন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ আগস্ট) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পটুয়াখালী এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার অর্জন ও ৪৮ দশমিক ২৮ ভরি স্বর্ণালংকার ক্রয়পূর্বক মানিলন্ডারিং এর অভিযোগ রয়েছে।
দুদকের এক চিঠিতে বলা হয়, হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পটুয়াখালী এর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২৫ লাখ ৮০ হাজার টাকা, ১০ হাজার ইউএস ডলার অর্জন ও ৪৮ দশমিক ২৮ ভরি স্বর্ণালংকার ক্রয়পূর্বক মানিলন্ডারিংয়ের বিষয়ে কমিশন হতে মামলা দায়ের ও মামলা তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক (তদন্ত-২) বরাবর পত্র পাঠানোর জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এমতাবস্থায়, উক্ত সিদ্ধান্ত মোতাবেক উপরোক্ত বিষয়ে মামলা দায়ের ও মামলা তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ করা হয়।
এর আগে গত ৮ আগস্ট বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরের সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালনকালে প্রকৌশলীর গাড়ি তল্লাশি করে এসব অর্থ ও স্বর্ণালংকার পান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।