ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম ::

গাইবান্ধা-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ২৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী প্রচার-প্রচারনায় মাহমুদ মোত্তাকিম মন্ডল। চব্বিশের গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত এই ছাত্রনেতা এনসিপি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে বলে জানাগেছে।
এনসিপি সূত্র জানায়, মাহমুদ মোত্তাকিম মন্ডল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পঁচাবস্তা গ্রামের মো. আতাউর রহমানের বড় ছেলে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। জীবিকার তাগিদে গাজীপুরে থাকাকালীন মাহমুদ মোত্তাকিম জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে অংশ নেন।
ফুলছড়িতে ৭টি ও সাঘাটায় ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এই আসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নদীভাঙন। প্রতি বছর এই দুই উপজেলার বিস্তির্ণ এলাকা যমুনার ভাঙনের কবলে পড়ে। এখানে নেই কোনো শিল্প কলকারখানা। ফলে বেকারত্বের হার অনেক বেশি। এজন্য মানুষ জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে।
মাহমুদ মোত্তাকিম মন্ডল বলেন, চরাঞ্চলে নদীভাঙনরোধে কখনোই কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়না। ফলে স্থায়ী হয়ে যাওয়া চরগুলোও প্রতিবছর নদীগর্ভে বিলীন হয়ে মানুষ সহায় সম্বলহীন হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে শিল্প কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হবে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মাহমুদ মোত্তাকিম আরও বলেন, এই আসন থেকে আমি কেন্দ্রের কাছে দলীয় মনোনয়ন চাইবো। এজন্য খুব শীঘ্রই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবো।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দলের রাজনীতিতে জড়ান মাহমুদ মোত্তাকিম। ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ও তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহারের অভিযোগ উঠলে মাহমুদ মোত্তাকিমসহ কয়েকজন মিলে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেন। সাঘাটা বা ফুলছড়ির চরাঞ্চলে একটি ইসলামিক মিশন হাসপাতাল নির্মাণের জন্য সম্প্রতি ধর্ম উপদেষ্টার কাছে একটি আবেদনও পাঠিয়েছেন মাহমুদ মোত্তাকিম।
রংপুর জেলার অধীনে গাইবান্ধা মহকুমাকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা হিসেবে ঘোষণা করা হয়। সাতটি উপজেলা নিয়ে গঠিত হয় ৫টি আসন। গাইবান্ধা-৫ আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ মে। এই তারিখে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ফজলে রাব্বী মিয়া জয়ী হন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মতিয়র রহমান টুকু, ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ফজলে রাব্বী মিয়া ও ২০০১ সালের ২১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ জয়ী হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ফজলে রাব্বী মিয়া জয়ী হন। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর ২০২৩ সালের ৪ জানুয়ারি এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মাহমুদ হাসান রিপন জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মাহমুদ হাসান রিপন জয়ী হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাইবান্ধা-৫ আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ মোত্তাকিম

আপডেট সময় :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী প্রচার-প্রচারনায় মাহমুদ মোত্তাকিম মন্ডল। চব্বিশের গণঅভ্যুত্থানে কারা নির্যাতিত এই ছাত্রনেতা এনসিপি গাইবান্ধা জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছে বলে জানাগেছে।
এনসিপি সূত্র জানায়, মাহমুদ মোত্তাকিম মন্ডল সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পঁচাবস্তা গ্রামের মো. আতাউর রহমানের বড় ছেলে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেছেন। জীবিকার তাগিদে গাজীপুরে থাকাকালীন মাহমুদ মোত্তাকিম জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে অংশ নেন।
ফুলছড়িতে ৭টি ও সাঘাটায় ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। এই আসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নদীভাঙন। প্রতি বছর এই দুই উপজেলার বিস্তির্ণ এলাকা যমুনার ভাঙনের কবলে পড়ে। এখানে নেই কোনো শিল্প কলকারখানা। ফলে বেকারত্বের হার অনেক বেশি। এজন্য মানুষ জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে কাজ করে।
মাহমুদ মোত্তাকিম মন্ডল বলেন, চরাঞ্চলে নদীভাঙনরোধে কখনোই কার্যকর ব্যবস্থা গ্রহন করা হয়না। ফলে স্থায়ী হয়ে যাওয়া চরগুলোও প্রতিবছর নদীগর্ভে বিলীন হয়ে মানুষ সহায় সম্বলহীন হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে শিল্প কলকারখানা গড়ে তোলাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হবে। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী মাহমুদ মোত্তাকিম আরও বলেন, এই আসন থেকে আমি কেন্দ্রের কাছে দলীয় মনোনয়ন চাইবো। এজন্য খুব শীঘ্রই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবো।
২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহনের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক দলের রাজনীতিতে জড়ান মাহমুদ মোত্তাকিম। ২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ও তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্নফাঁস ও ডিভাইস ব্যবহারের অভিযোগ উঠলে মাহমুদ মোত্তাকিমসহ কয়েকজন মিলে পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে হাইকোর্টে রিট করেন। সাঘাটা বা ফুলছড়ির চরাঞ্চলে একটি ইসলামিক মিশন হাসপাতাল নির্মাণের জন্য সম্প্রতি ধর্ম উপদেষ্টার কাছে একটি আবেদনও পাঠিয়েছেন মাহমুদ মোত্তাকিম।
রংপুর জেলার অধীনে গাইবান্ধা মহকুমাকে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলা হিসেবে ঘোষণা করা হয়। সাতটি উপজেলা নিয়ে গঠিত হয় ৫টি আসন। গাইবান্ধা-৫ আসনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালের ৭ মে। এই তারিখে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮ সালের ৩ মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ফজলে রাব্বী মিয়া জয়ী হন।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মতিয়র রহমান টুকু, ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ফজলে রাব্বী মিয়া ও ২০০১ সালের ২১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে রওশন এরশাদ জয়ী হন।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ফজলে রাব্বী মিয়া জয়ী হন। ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর ২০২৩ সালের ৪ জানুয়ারি এই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মাহমুদ হাসান রিপন জয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মাহমুদ হাসান রিপন জয়ী হন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে।