সংবাদ শিরোনাম ::
গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় বাড়লো
গণমুক্তি ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০৮:৩৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
গুম-সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সময় বাড়ানো হয়।
গুম-সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন।
ডাকের মাধ্যমে অথবা ই-মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা—গুম-সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। ইমেইল : edcommission.bd@gmail.com।