চিকিৎসা সেবাকে মানুষের কাছে পৌছানোর স্বপ্ন স্বাস্থ্যমন্ত্রীর
- আপডেট সময় : ০১:৩২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩০৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্তলাল সেন মানুষের সেবায় নিমগ্ন ছিলেন। দীর্ঘ বছরের চিকিৎসক জীবনে বহু মানুষের সেবা নিজেই করেছেন। তার ফাঁকে ফাঁকে দেশের বিভিন্ন স্থানে ছুটে গিয়েছেন অগ্নিকাণ্ডের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করার কর্মসূচি নিয়ে।
তার স্বপ্ন ছিলো একটি পূর্ণাঙ্গ বার্ণ হাসপাতাল করার। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবারে তিনি দেশের স্বাস্থ্য মন্ত্রী হিসাবে স্বপ্ন দেখেন স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে।
ডা. সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা উন্নত করা গেলে দেশের চিকিৎসাসেবা অনেক এগুবে।
মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত সেমিনারে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তরুণ চিকিৎসকদের গ্রামে ও ঢাকার বাইরে যাওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা ঢাকার বাইরে কাজ করেন তাদের পদন্নোতি, বিদেশ যাওয়ার সুযোগসহ অগ্রাধিকারের ভিত্তিতে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। এনিয়ে নীতিমালা তৈরি হবে।
ডা. সামন্তলাল সেন বলেন, মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। আমাদের সবার স্বপ্ন একটাই।