ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনীর নির্বাচন সন্পন্ন

জিয়া উদ্দিন ভাইস প্রেসিডেন্ট, সালাউদ্দিন মামুন সেক্রেটারী

এম এ রহমান দুলাল ভুইয়া, ফেনী
  • আপডেট সময় : ২৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনভর সাজ সাজ রবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের গতকাল শনিবার সকাল হতে স্বতঃস্ফূর্ত সদস্য ভোটারের অংশগ্রহণে গভীররাত অবধি প্রতিক্ষারত ভোটারদের উপস্থিতিতে গননা শেষে মধয়রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাষক ও ফেনী পৌর প্রশাষক ইসমাইল হোসেন । নির্বাচনের ফলাফল ঘোষনায় তাকে সার্বিক সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব । জনগনের ভয় ভীতি দূরীকরনার্থে নির্বাচন আজ ফেনীর নির্বাচনী ষ্টাইল ক্ষাত নিয়মে হয়নি ! হয়েছে ৩২ জন প্রার্থীর নির্বাচনে সরাসরি স্বতঃস্ফূর্ত মিলনে অংশগ্রহণের মাধ্যমে ১৬৯৬ ভোটারদের মধ্যে উপস্থিত হয়ে সরাসরি ব্যালেটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগকৃত ১১৫৬ জন ভোটারের সরাসরি ভোট দানের মাধ্যমে ! উক্ত নির্বাচনে সর্বাধিক ভোটে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন মিষ্টার ৬৪৩ ভোট , সদস্য সচিব সালাউদ্দিন মামুন ৫০৩ ভোট এবং সর্বাধিক ভোটে নির্বাচিত ৫ জন সদস্য পদপ্রার্থী ১, রাসেল পাটোয়ারী , ৪৯০ ২, মেসবাহ মিয়াজি , – ৩২৩ , ৩, শরিফুল ইসলাম , – ৩৩০ ৪, ওসমান গনী, – ২৯৭, এম এ ইমরান – ২৯৫ ।
এখানে উল্লেখ এই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২জন , সদস্য সচিব হিসাবে ৪ জন, এবং সদস্য পদে ২৬ জন প্রতিদন্ধীতা করেন । ভাইস প্রেসিডেন্ট ও সদস্য সচিব ব্যাতিত সদস্য পদে ৫জন মোট সাতটি পদে ৩২ জন প্রতিদন্ধী প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধীতা করেন । এবং সাত জন বিজয়ী হন । ভোটপ্রদান শেষে খুশিমনে ভোটারেরা জানান বিগত ১৭ বছর পর কোন ঝামেলা মুক্ত চাপমুক্ত ভয় ভীতিমুক্ত একটি অবাধ ও সুষ্ট নির্বাচন ফেনীতে অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাষন , পুলিশ প্রশাষন, জেলা ম্যাজিষ্ট্রেট বৃন্ধদের প্রত্যক্ষ উপস্থিতি শান্তি শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ ভোটার ও শুভকাঙ্খী সকলে প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ী নেতৃবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনীর নির্বাচন সন্পন্ন

জিয়া উদ্দিন ভাইস প্রেসিডেন্ট, সালাউদ্দিন মামুন সেক্রেটারী

আপডেট সময় :

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনভর সাজ সাজ রবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা ইউনিটের গতকাল শনিবার সকাল হতে স্বতঃস্ফূর্ত সদস্য ভোটারের অংশগ্রহণে গভীররাত অবধি প্রতিক্ষারত ভোটারদের উপস্থিতিতে গননা শেষে মধয়রাতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন অতিরিক্ত জেলা প্রশাষক ও ফেনী পৌর প্রশাষক ইসমাইল হোসেন । নির্বাচনের ফলাফল ঘোষনায় তাকে সার্বিক সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব । জনগনের ভয় ভীতি দূরীকরনার্থে নির্বাচন আজ ফেনীর নির্বাচনী ষ্টাইল ক্ষাত নিয়মে হয়নি ! হয়েছে ৩২ জন প্রার্থীর নির্বাচনে সরাসরি স্বতঃস্ফূর্ত মিলনে অংশগ্রহণের মাধ্যমে ১৬৯৬ ভোটারদের মধ্যে উপস্থিত হয়ে সরাসরি ব্যালেটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগকৃত ১১৫৬ জন ভোটারের সরাসরি ভোট দানের মাধ্যমে ! উক্ত নির্বাচনে সর্বাধিক ভোটে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন মিষ্টার ৬৪৩ ভোট , সদস্য সচিব সালাউদ্দিন মামুন ৫০৩ ভোট এবং সর্বাধিক ভোটে নির্বাচিত ৫ জন সদস্য পদপ্রার্থী ১, রাসেল পাটোয়ারী , ৪৯০ ২, মেসবাহ মিয়াজি , – ৩২৩ , ৩, শরিফুল ইসলাম , – ৩৩০ ৪, ওসমান গনী, – ২৯৭, এম এ ইমরান – ২৯৫ ।
এখানে উল্লেখ এই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ২জন , সদস্য সচিব হিসাবে ৪ জন, এবং সদস্য পদে ২৬ জন প্রতিদন্ধীতা করেন । ভাইস প্রেসিডেন্ট ও সদস্য সচিব ব্যাতিত সদস্য পদে ৫জন মোট সাতটি পদে ৩২ জন প্রতিদন্ধী প্রার্থী নির্বাচনে প্রতিদন্ধীতা করেন । এবং সাত জন বিজয়ী হন । ভোটপ্রদান শেষে খুশিমনে ভোটারেরা জানান বিগত ১৭ বছর পর কোন ঝামেলা মুক্ত চাপমুক্ত ভয় ভীতিমুক্ত একটি অবাধ ও সুষ্ট নির্বাচন ফেনীতে অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাষন , পুলিশ প্রশাষন, জেলা ম্যাজিষ্ট্রেট বৃন্ধদের প্রত্যক্ষ উপস্থিতি শান্তি শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ ভোটার ও শুভকাঙ্খী সকলে প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ী নেতৃবৃন্দ ।